তুমি অশ্রু চেয়েছিলে বলে
আমি দুচোখ ঝরিয়ে দিয়ে গেলাম।
হৃদয় পোড়া যে গন্ধ তুমি পেলে,
তাকে শিশিরে স্নাত রজনীগন্ধা ভেবনা।
আমার সমস্ত অনুভূতি ভিখিরির মত
তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিল,
তুমি দাওনি।
গ্লানির বারুদ যখন ফুঁসে উঠল-
তখন ওরা আত্মহনন করেছে। তাই এত চিৎকার,
এটাকে উৎসবের উন্মত্ততা ভেবনা।
অনেক কেঁদেছি বিনিদ্র রাত্রিবেলা,
অনুভুতির ফসিলগুলো পুনর্জন্ম পেতে চায়।
বোবা চিৎকার হৃদয়ে লাথি মারে ;
একে বিদ্রোহের ধৃষ্টতা ভেবনা।
এই আত্মহননের পথে কেউ বাধা দেবেনা
ধ্বংসের শেষ সীমানায় একলাই যাব,
কারোর প্রয়োজন নেই আমার।
একে কোন স্বাধীনচেতার দুঃসাহসিক স্বপ্নযাত্রা ভেবনা।DDevil