একটা কবিতার খুব দরকার,
যার বুকের ভেতর মুক্তির রেশ মাখা।
অগছালো কিছু শব্দের স্তূপে-
গদ্যের মাঝে ছন্দের লেশ আঁকা।
কিছু নিষ্কলঙ্ক ভাবনার যানজট, ধুয়ে দিতে পারে
খুলে দিতে পারে দ্বিধার ধুম্রজাল।
একটা কবিতার খুব দরকার,
যেটা বৃষ্টির মত সাবলীল স্বচ্ছল।
একই রকম জীবনের হাহাকার-
কবিতাই মুছে দেবে তার চিৎকার
অনায়াসে। কায়ক্লেশে বেঁচে থাকা,মুছে দিতে পারে
শিখিয়ে দেবে যে কি করে বাঁচতে হয়।
এমন একটা কবিতার খুব প্রয়োজন,
যার শব্দের মাঝে নেই কোন পরাজয়।(DDevil)