কিছু সময় জীবন থেকে হারিয়ে গেলে ভালোই হতো,
বেঁচে থাকার বিরক্তিকর আকাঙ্খাটা
ঘুমের ভেতর মিলিয়ে গেলে রাতবিরেতে;
কিংবা হঠাৎ করে যদি বর্তমানটা ভবিষ্যতে-
অতীত হয়ে ছড়িয়ে যেত;ভালো হতো।
ঠাণ্ডা রক্ত শুধুই বাতাস বয়ে বেড়ায়
শরীর জুড়ে, মাথার ভেতর অর্থলোলুপ পোকাগুলো
ঘুরে ফিরে ভালো থাকার গন্ধ খোঁজে।
দুহাত লোভে আঁকড়ে ধরে ছাইভস্ম,
যেন ওরাই আমায় বেশি চেনে আমার থেকে !
তাইতো নোংরা দুহাত আবার পদ্য লেখে,
দুপুর বেলা অন্য নামে।
কিছু সময় বেচতে পারলে জলের দামে;ভালো হতো।
ভীষণ চেনা মানুষগুলো হারিয়ে গেলে,
পথের ধারে বেঁচে থাকার সঞ্জীবনী কুড়িয়ে পেলে।
অথবা এই নাছোড়বান্দা কলম খানা
ছুঁড়ে ফেলে দেওয়া যেত??