দরজা পেরিয়ে সামনে তাকাও একবার
মুখ তুলে। রক্তের ছোপ মাখা গলিত শিশুর লাশ-
নরখাদকের উল্লাস, কানে গ্রেনেট ফাটায়।
মনুষ্যত্ব হাসে, দরজার ওপাশে;
পায়ে ধরি দরজাটা খুলে ফেলে দাও।
জানলায় কতদিন আকাশ দেখবে আর
বিস্ময়ে? বিস্ফোরিত মায়ের চোখে-
কান্নার জল পুড়ে গেছে বারুদের আক্রোশে।
অগনিত হাত কড়া নাড়ে বিবেকে তোমার,
দরজাটা খোলনা এবার।
শকুনের চোখ নিয়ে বমারু বিমানগুলো ছুটে আসে;
কেউ তার মা নয়,বোন নয়,ভাই নয়।
ভয়ার্ত মুখগুলো মৃত্যুর প্রতিক্ষায়
দিনগোনে;বিশ্বশান্তি একা একা হাসে !
কিছু পিশাচ রক্ত মাখে উল্লাসে;
হেসে কুটি কুটি হয় শুনে অসহায় চিৎকার।
দরজাটা খোলনা এবার।
dedicated to the victims of PALESTINE