আমার মৃত্যু হবে একদিন-
সেটা ভালো করেই জানি।
কিন্তু অপঘাতে? জেনেছি কাল রাতে!
সারাটা রাত মরার ভয়ে কাঁপছিল এ দেহ-
''মৃত্যু বুঝি আসছে''; মনে জটিল সন্দেহ।
কখন যেন ঘুমিয়ে গেলাম, আমার মনে নেই-
জেগে দেখি বেঁচে আছি! এক বিছানাতেই।
'বিশ্রী রাত' ভাবতে ভাবতে বারান্দাতে এসে-
মেঘলা আকাশ, ঠাণ্ডা বাতাসে শরীর গেল ভেসে।
অনেক দূরে মেঘ করেছে গাছের পাতায় মিশে;
মৃত্যুভয়টা মিলিয়ে গেল, মাঠের সবুজ ঘাসে।
বাঁচতে আমি শিখে গেছি,
মারবে কেমন করে?
অপঘাত বা আঘাতে হেনে আমার অগোচরে??
যে কটা দিন বাঁচব, আমি বাঁচব আমার মতে।
মৃত্যু?আসলে আসু্ক,না হয় নীরব অপঘাতে !