তোমার কথাই ভাবছিলাম এতক্ষন,
হঠাৎ দেখি হাসিমুখ নিয়ে তুমি !
আমার কাঁধে আদুরে মাথাটা রেখে-
নিঃশ্বাসে যেন এনে দিলে শিহরণ।
কল্পনাকেও ছাপিয়ে গিয়েছো তুমি !
জ্যোতিষী কি তুমি? নাকি অন্তর্যামী?
নাকি মন্ত্রের বলে তান্ত্রিক জাদুকরী?
আমাকে ঘিরেছো সম্মোহনের জালে;
প্রেম নামক এক ছলনার কৌশলে।
যেদিকে তাকাই তোমার চোখের আলো !
অন্ধকারেও আমায় জ্বালিয়ে রাখে;
তোমার হাসিতে ঐ বর্ণচ্ছটা--
দিনরাত শুধু দু চোখে জড়িয়ে থাকে।
যন্ত্রের থেকে আমাকে করেছো মানুষ,
গদ্যের থেকে কবিতাও করেছো--
ভাঙা চোরা এই জীবনটা,নিজ হাতে;
নতুন আমাকে তুমিই তো গড়েছো ।
তাই জেগে থেকে, অথবা ঘুমের ঘোরে-
তোমাকেই, শুধু তোমাকেই মনে পড়ে।
তোমার সাথে, অথবা একলা যখন-
নিঃশ্বাসে ফের এনে দাও শিহরণ !