আমি গান ছাড়া কিছু বুঝি না,
আর সুর ছাড়া কিছু খুঁজি না,
গান লিখে রুটি-রুজি না---
আমি আত্মার ক্ষিদে মেটাই!
এ গান ছুড়ে ফেলে দিতে পারো,
হাতে গিটার তুলবো আবারো,
উন্মাদ গিটার আমারও---
নিজেই নিজের তার পেটায়!!
আমার আঙুলে রক্তের ফোটায়-
ছেড়া আধপাগল দেহটায়--
বুনো শব্দেরা,মানবতা হটায়?
যত psychopathic কথা শেখায়!!!
------------------------------------------------
আমার বামহাতটা কেটে গ্যাছে!গিটার সেখানে এঁটে আছে !!
মস্তিস্ক ছাড়া দেহটা !!!মুড়ে রাখা বিছানায়!!!!
ডান হাতে অজস্র ক্ষত!আত্মবিশ্বাস আহত!!
তবু আত্মসম্মান জাগ্রত!!!ভোগেনা সে দোটানায়!!!!
আমি psychopath, ছুটে চলি-
সামনে পেছনে কানাগলি। আমি একগুঁয়ে বাঙালী--
আমার জেদ আমায় ছোটায়!
--------------------------------------------------
যদি বহুদিন পরে গান শুনে, ভালো লেগে যায় মনেমনে-
স্বীকার করো সামনে,,pls আমার অগোচরে নয় ।
ফাটা রক্তজমা আঙুলে,
গিটারের তার ছিঁড়ে গেলে,
পুরনো গান গেলে ভুলে-
শুনিয়ে দেবে তো আমায়?????
কথা মনে করিয়ে দিও-
ভুল সুর ধরিয়ে দিও--
আমি পেটের ক্ষিদে ভুলে গিয়ে!
psychopath শোনাবোই----
কথা দিল আমি ও গিটার, ভুলে অতীতের অবিচার
হয় একা নয় তোমাদের সাথে, নতুন সূর্য আনাবোই ...।।DDevil।।
বিঃ দ্রঃ- music is universal, so i think any kind of language can be used. কিন্তু বাংলা কবিতার ক্ষেত্রে নয়। শুধু যে ইংরেজি শব্দগুলো প্রচলিত বাংলায় মিশে গ্যাছে, সেগুলো বাদে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:৪১