এখন দহনকাল হৃদয়ে তুষের আগুন
আর কক্ষনো এসোনা ফাগুন ,
হৃদয়ের নিলয়-অলিন্দে ভালোবাসার যতি চিহ্ন
টেনে দিয়েছি অনেক আগেই,
হুতাসনে বসে কবিতার সাথে বিচ্ছেদ
হয়েছে সেই কোন সুদূর অতীতেই,
এই মহা শ্মশানে বসে
এখন কেবল পোড়া লাশের
গন্ধ শুকি,
চারিদিকে দেখি কেবল বিধ্বস্ত মানবতা
নিদ্রাহীন জীবনে স্বপ্নেরা দেয় না
আর উঁকি,
মহাসমারোহে এখন চলছে মাৎস্যন্যায়
নারদ মুনির দল মত্ত মিথ্যে দেশপ্রেমের তপস্যায়,
তাই “গণজাগরণ মঞ্চ” রেনেসাঁর মৃত্যু ঘটে যায়
পর্দার আড়ালে কোন এক চানক্যের ইশারায় ,
এখন অহরহ হচ্ছে দ্রৌপদির বস্ত্রহরন
তা দেখে বিবেক বর্জিত পুরুষকুলের হৃদয়ে আর হয় না
বিন্দুমাত্র রক্তক্ষরণ,
শীতলক্ষ্যার জলে ভাসে গুম হওয়া মানুষের লাশ
বিচারের বানী কেবল নীরবেই কাঁদে
পুরন হয় শুধু মাফিয়াচক্রের উচ্চাভিলাষ,
তাই দহনকালে নিঃসঙ্গ তরুন কবির কবিতার বন্ধ্যাত্ব ঘুচেনা
তাই দহনকালে তরুন বাঁশরির বাঁশরিতে সুর লহরী আর উঠেনা
তাই দহনকালে রূপসা পাঁড়ের বিপ্লবীর স্বপ্ন আর পুরন হয়না
তাই আবারো বলি
এখন দহনকাল হৃদয়ে তুষের আগুন
আর কক্ষনো এসোনা ফাগুন!!!!!