প্রিয়তমা জীবনসঙ্গিনী
অর্ধাঙ্গিনী,
আমি তো নল নই!!!!
তাই যদি কখনো মৃত্যু
আমার দুয়ারে এসে উপস্থিত হয় ,
তুমি দময়ন্তী হয়ে যমদুতের কাছে
আমার জন্য প্রানভিক্ষা চেওনা ।
জানি মাঝে মাঝে তোমাতে আমাতে দূরত্ব
বেড়ে যায়,
পার্থিব জীবনের রূঢ় বাস্তবতায়,
তোমার অনুস্বপ্ন গুলি স্বপ্নই
থেকে যায়,
কস্তুরিআভা চাঁদের নীচে
তোমার আর আমার নিশিকাব্য আর
রচিত হয় না ,
মন্দ্রসপ্তকে ভালবাসার সুর আর উঠেনা
তাই লাইকানথ্রপিক চাঁদের আলোতে
চন্দ্রাহত আমাকে তোমার লাগে অচেনা,
তারপরেও হৃদয়ের অলিন্দে
তোমার জন্য প্রেমে এসে যায়,
যেমন চিরল চিরল পাতার সাথে
মৃদু বাতাস খেলে যায়,
তারপরেও কৌমার্যব্রত ধারন করে
আমি মেতে উঠি ভার্চুয়াল জগতে
দেশপ্রেমের তপস্যায়।
তাই আবারো শেষবারের মতো বলি
প্রিয়তমা জীবনসঙ্গিনী
অর্ধাঙ্গিনী,
আমি তো নল নই!!!!
তাই যদি কখনো মৃত্যু
আমার দুয়ারে এসে উপস্থিত হয় ,
তুমি দময়ন্তী হয়ে যমদুতের কাছে
আমার জন্য প্রানভিক্ষা চেওনা ।