ফিরে এসো অতীন্দ্রিলা !!!
অমীয় বাবুর কবিতার পংক্তিমালা
থেকে উঠে আসো সিক্ত বসনে,
আর যে ভালো লাগেনা
বিষাদের এই তারুন্য
তোমারই প্রতীক্ষায় বসে আছি শবাসনে,
নক্ষত্রের রাতে বড্ড ইচ্ছে করে তোমাকে
অনাবৃত করতে,
যেভাবে সূর্যের প্রথম আলো
উন্মোচন করে ধীরে ধীরে নিষ্কলঙ্ক
তুষারাবৃত পর্বতশৃঙ্গ কে।
ফিরে এসো অতীন্দ্রিলা !!!!
সহস্র যুগের বিষন্নতা হৃদয়ে
ধারন করে দাড়িয়ে আছি
জাতিস্মর হয়ে
মহাকালের এই শ্মাসানভূমিতে,
ভালবাসাহীন এই হৃদয় এখন
প্রাগৈতিহাসিক দানবীয় কামনায় মত্ত,
ফিরে এসো উত্তাল সোমেশ্বরী নদী হয়ে
জুড়িয়ে দিয়ে যাও কামনায় তপ্ত
এই হৃদয়কে ভালোবাসায় টইটুম্বুর
সাগর সঙ্গমে ,
জীবন যেন এক বোর্হেসীয় গোলকধাঁধা
তাই নির্বান্ধব এই পৃথিবীতে আমি
দাড়িয়ে আছি এক অভিশপ্ত চিলেকোঠার সিপাই
হয়ে তোমারই প্রতীক্ষায় ,
তাই ফিরে এসো অতীন্দ্রিলা !!!!!!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১