আর কিছু দিন থেকে গেলে হতো না..
ওহ্ তোমাকে তো আবার প্রতিটা মুহুর্ত' ই নিজের সাথে যুদ্ধ করতেহয় !
জানো ! আমি নজরুল জসীমউদ্দীন নই নয়তো তোমাকে নিয়ে নতুন করে জাতীয় সঙ্গীত লিখতাম !
আমি এস এম সুলতাম জয়নুল আবেদীন নই নয়তো রঙ তুলিতে সাজিয়ে তোমাকে সব সময় জীবন্ত করে রাখতাম !
আমার সেই ক্ষমতা নেই নয়তো আমার রক্তের কালি দিয়ে হলেও লিখে নিতাম " আট শ্রেষ্ঠ বীর "জানো খুব ছোট্ট থাকতে ইচ্ছে করতো যদি বীরশ্রেষ্ঠ দের যুদ্ধ দেখতে পারতাম !
তুমি কি জানো আমার এ ইচ্ছেটা ও যে পূরণ হয়ে গেছে !
আমি বীরশ্রেষ্ঠ দেখিনি তবে আমি একজন যোদ্ধা কে দেখেছি যে সাত/ আট টা বুলেটের আঘাত বুকে নিয়ে ও যুদ্ধ করে!জানো তুমি যখন প্রতিটা বল করার পর তোমার পা'এ হাত রাখো তখন না চোখ দিয়ে পানি চলে আসে......
জানো এখন বড় হয়েছি কষ্ট পেলে ও নাহ্ মানিয়ে নেই কান্না আসেনা! কিন্তু যখন'ই ভাবি তুমি বিদায় নিয়েছো তখন না বাচ্চাদের মতো করে কান্না চলে আসে...
ভালো থেকো তুমি !এ দেশে হয়তো আরো অনেক সাকিব-তামীম আসবে কিন্তু কোনদিন'ই না পৃথিবীতে আরো একটা "মাশরাফি" আসবে নাহ্ !কারণ শুধু ভালো খেলেই মাশরাফি হওয়া যায় না!
মাশরাফি হতে হলে কলিজা লাগে ! কলিজা !হুম আমি গর্বিত কারণ আমি মাশরাফির দেশে বাস করি !
ভালো থেকো ভীষণ ভালো !
অনেক দিয়েছো এর বেশি সত্যি'ই দেয়া যায় না !
কি বলবো ভাষা নাই !!!!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩