লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া (৬৩) আর বেঁচে নেই। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় থাইল্যান্ড রাজধানী ব্যাংকক বামরুলগ্রাদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি গত প্রায় ৫বছর যাবত ক্যান্সার,কিডনী,ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। জিয়াউল হক জিয়ার মৃত্যুর সংবাদে উপজেলা ব্যাপী জনগণের মাঝে শোকের মাতাম বয়েছে।
মরহুম জিয়াউল হক জিয়া বিএনপি কেন্দ্রীয় কমিটিতে এক যুগধরে গণশিক্ষা বিষয়ক সম্পাদক,বিএনপি মনোনয়ন নিয়ে ৩বার এমপি নির্বাচিত হয়। ২০০১ সালে বিএনপি-জামাত রাষ্টীয় ক্ষমতা আসার মন্ত্রী সভায় এলজিআরডি প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পালন করে।
জিয়াউল হক জিয়া ১৯৮৬ সালে জাসদ থেকে বিএনপিতে যোগদান করে। তিনি বিএনপি রাজনীতি স্বক্রীয় হওয়ার আগে পূর্বালী ব্যাংকে কর্মরত ছিলেন। বাংলাদেশ পূর্বালী ব্যাংক কর্মচারী পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি ১৯৫৩ সালের ১১ই মার্চ উপজেলার কেথুড়ী গ্রামে জন্ম গস্খহন করে।
মৃত্যকালে তিনি স্ত্রী,১পুত্র,১মেয়ে সহ বহু গুন গ্রাহী রেখে যান। তাঁর মৃত্যু সংবাদে উপজেলার হাজার জনতা কান্নায় ভেঙ্গে পড়ে। জিয়াউল হক জিয়াকে আধূনিক রামগঞ্জের রুপকার হিসেবে পরিচিতি ছিলেন।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২০