লজ্জিত জাতী লজ্জিত সমাজ.... মরে গেছে আমাদের হৃদয়ের বিবেক প্রান
বাড়ি ওয়ালার আদেশ, ছোট বাচ্চাকে বাসায় আনতে পারবে না।
বাইরে রেখে আসতে হবে।
অপারগ হয়ে বাসায় কাজটা নিয়ে নিলেন তিনি :'(
শর্ত মতো প্রতিদিন মা তাঁর শিশুকে দরজার বাইরে রেখে বাসায় কাজ করেন।
কারণ মা ছাড়া বাচ্চাকে দেখার মতো কেউ নেই :'(
মায়ের অপেক্ষামান ক্ষুধার্ত শিশু এভাবেই ঘুমিয়ে পড়েছে :'( :'(
দেড় বছর বয়সী বাচ্চাটা ঘরে ঢুকলে নিশ্চয়ই আপনার স্বর্ণাদি চুরি যেতো না।
হয়তো মেঝের কিছু জায়গা ময়লা করতো।
সে ময়লা বাচ্চার মা অবশ্যই পরিষ্কার করে দিতেন।
তবে কেন আমাদের মানবিকতা এভাবে চুরি হয়ে গেলো।
সত্যিই এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জাজনক।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬