একটি ছেলে বিদেশ থেকে অনেকগুলো ডিগ্রী অর্জন করার পর দেশে ফিরেছে। তার অর্জিত জ্ঞান নিয়ে সে খুবই অহংকারী কারণ তার তিনটি প্রশ্ন রয়েছে যার উত্তর এ পর্যন্ত তাকে কেউ দিতে পারে নি! ছেলেটির বাবা-মা খুব চিন্তায় পড়লেন, কি করা যায়!
অবশেষে তারা একজন মুসলিম স্কলারকে অনুরোধ করলেন এবং সব কিছু শোনার পর স্কলারটি রাজি হলেন। চলুন দেখি নীচে ছেলেটি আর স্কলারটির মাঝে কথোপকথন >>
ছেলেটিঃ আপনি কে? আপনি কি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন?
স্কলারঃ আমি আল্লাহর একজন বান্দাহ, ইনশাল্লাহ আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারব।
ছেলেটিঃ আপনি কি নিশ্চিত? কারণ এর আগে অনেকেই আমার প্রশ্নের উত্তর দিতে পারে নি!
স্কলারঃ আল্লাহ সহায়, আমি আমার সর্বাত্মক চেষ্ট্রা করব!
ছেলেটিঃ আমার তিনটি প্রশ্ন আছে। প্রশ্নগুলো হল:
১ নং প্রশ্নঃ আল্লাহর কি অস্তিত্ব আছে? যদি থাকে তাহলে আমাকে তার আকৃতি দেখান।
২ নং প্রশ্নঃ ভাগ্য বলতে কি বুঝায়?
৩নং প্রশ্নঃ শয়তান আগুনের তৈরী, দোযখও আগুনের তৈরী; তাহলে শয়তানকে আল্লাহ কিভাবে শাস্তি দিবেন?
ছেলেটির তিনটি প্রশ্ন শোনার পর স্কলারটি হঠাৎ ছেলেটির গালে খুব জোরে একটি চড় মারলেন!
ছেলেটিঃ (ব্যাথায় কাতর হয়ে) আপনি রেগে আমাকে চড় দিলেন কেন?
স্কলারঃ আমি রেগে যাই নি। চড়টি ছিল তোমার প্রশ্নগুলোর উত্তর!
ছেলেটিঃ কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না!
স্কলারঃ তোমাকে চড় মারার পর তুমি এখন কি রকম অনুভব করছ?
ছেলেটিঃ আমি খুবই ব্যাথা পেয়েছি!
স্কলারঃ তাহলে তুমি বিশ্বাস কর ব্যাথা বলে কিছু আছে?
ছেলেটিঃ অবশ্যই করি।
স্কলারঃ আচ্ছা, তাহলে আমাকে এখন ব্যাথার আকৃতি দেখাও!
ছেলেটিঃ তা আমি কখনই পারব না।
স্কলারঃ এটি হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তর। আমরা আল্লাহর আকৃতি না দেখেই সবাই আল্লাহর অস্তিত্ব অনুভব করি। আচ্ছা, আমি যে তোমাকে চড় দিলাম তুমি কি গতকাল এই বিষয়ে কোন স্বপ্ন দেখেছিলে?
ছেলেটিঃ না!
স্কলারঃ তুমি কি ভেবেছিলে করেছিলে যে আজকে তুমি আমার নিকট থেকে চড় খাবে?
ছেলেটিঃ না!
স্কলারঃ এইটাই হচ্ছে ভাগ্য, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমি তোমাকে যে হাত দিয়ে চড় দিলাম তা কি দ্বারা আবৃত?
ছেলেটিঃ এটি মাংস দ্বারা আবৃত।
স্কলারঃ তোমার গাল, এটি কি দ্বারা আবৃত?
ছেলেটিঃ মাংস দ্বারা!
স্কলারঃ আমি তোমাকে চড় মারার পর তুমি তো ব্যাথা পেয়েছিলে, তাই না?
ছেলেটিঃ জ্বী, খুবই ব্যাথা পেয়েছি।
স্কলারঃ এইটাই তোমার শেষ প্রশ্নের উত্তর। মাংসা দ্বারা আবৃত হাতের আঘাতে মাংস দ্বারা আবৃত গালে যদি ব্যাথা পেয়ে থাক তাহলে, আল্লাহর পক্ষে কি এটা সহজ কাজ নয় যে তিনি শয়তানকে আগুন দিয়েই শাস্তি দিবেন! আল্লাহ যদি চান তাহলে আগুনই শয়তানের জন্য খুবই পীড়াদায়ক হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ২:০৪