যখন কোন ইহুদী বা খ্রিস্টান দাড়ি রাখে তখন বলা হয়ে থাকে , আহা! তারা কি সুন্দর তাদের ধর্ম বিশ্বাস পালন করছে!
কিন্তু যখন একজন মুসলিম দাড়ি রাখে তখন তাকে বলা হয়, টেরোরিস্ট, মৌলবাদি! কেন?
যখন একজন ''নান'' আপদমস্তক ঢেকে থাকে তখন বলা হয়ে থাকে, আহা সে সৃষ্টিকর্তার আদেশ পালন করছে!
আর যখন একজন মুসলিম নারী আপদমস্তক ঢেকে থাকে তখন বলা হয়ে থাকে, অহ... কি হচ্ছে... মেয়েদেরকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে! কেন?
যখন একজন পশ্চিমা নারী তার সন্তান লালন-পালনের জন্য, পরিবারের দেখ-ভাল করার জন্য নিজেকে নিয়োজিত করে তখন বলা হয়ে থাকে, আহা! কি মহতী উদ্যেগ! সাবাস! সাবাস!!
আর যখন একজন মুসলিম নারী তার সন্তান-সংসার চালানোর জন্য নিজেকে নিয়োজিত করে তখন বলা হয়ে থাকে... নারীদের অবশ্যই মুক্তি দরকার.. তাদেরকে ঘরের বাইরে আসতে হবে! কেন?
পশ্চিমা বিশ্বে বলা হয়ে থাকে একজন মেয়ে তার যা খুশি পড়ে ইউনিভার্সিটিতে যেতে পারবে, এটা তার স্বাধীনতা। তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়!
আর যখন একজন মুসলিম মেয়ে হিজাব পড়ে ইউনিভার্সিটিতে যেতে চায় তখন তার প্রবেশাধিকার পর্যন্ত নিষিদ্ধ করা হয়! কেন?
যখন একটি শিশু যে কোন কাজে দক্ষতা বা বিশেষ পারদর্শীতা দেখায় তখন বলা হয়, আহা! চমৎকার! শিশুটি কি সম্ভামনাময়! ভাবিষ্যতে নিশ্চয়ই কিছু একটা করবে।
আর যখন একটি শিশু ইসলামের অনুশাসন মেনে চলতে চেষ্ট্রা করে তখন বলা হয়... আহ! কি অসহায়! নিশ্চয়ই কেউ বাধ্য করেছে তাকে! কেন?
যখন কোন ইহুদি বা খ্রিস্টিয়ান কাউকে হত্যা করে তখন তার ধর্মকে ভুলেও উল্লেখ করা হয় না। আর যদি কোন মুসলিম একই কাজ করে তখন বলা হয়, ঐ লোকটি ইসলাম ধর্মের! কেন?
যখন কোন খ্রিস্টান বা ইহুদী তার কমিউনিটিকে কোন বিপদ বা আক্রমনের হাত থেকে বাঁচায় তখন তাকে হিরো বলা হয়, পুরস্কৃত করা হয়!
আর যখন কোন মুসলিম একই কাজ করে যেমন, ফিলিস্তিনিরা নিজের ফ্যামিলি বা কমিউনিটিকে বাঁচানোর জন্য সংগ্রাম করে তখন তাকে বলা হয়, সে মানবাধিকার লংঘন করছে; সে একজন সন্ত্রাসী! কেন?
একটি আধুনিক মডেলের গাড়ি চালিয়ে কেউ যদি এক্সিডেন্ট করে, তখন কেউ গাড়িটিকে দোষ দেয় না, দোষ দেয় চালককে!
আর যখন কোন মুসলিম অপরাধ করে তখন দায়ী করা হয় "ইসলামকে"! ঐ ব্যক্তিকে দায়ী করা হয় না। কেন?
ইসলামের ঐতিহ্য, ইতিহাস না পড়ে, কোন পত্রিকায় ইসলামের বিরুদ্ধে কিছু বলা হলে তাই অন্ধভাবে বিশ্বাস করা হয়। একবারও প্রশ্ন করা হয় না যে খবরটি বা নিউজটি সঠিক কিনা!
অথচ, কুরআনের কথা নিয়ে তারা চিন্তা গবেষণাই করে না। অন্যেরা কি বললো তাই নিয়ে গলার রগ ফুলিয়ে কুরআনের বিরোধিতা করে মনে তৃপ্তি অনুভব করে। কেন?
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ রাত ১:১১