আমি ব্লগে নতুন, তিন সপ্তাহও হয়নি।
আমার কাছে কয়েকটি জিনিস ভাল লাগে নি। ব্লগে একদল গ্রুপ আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তৃপ্তিবোধ করে এবং বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক ব্লগ লিখে অন্যের সাথে বিরোধ সৃষ্টি করে মজা অনুভব করে আর তাদের ব্লগে মন্তব্যের মধ্যে অনেক বিজ্ঞ! আলোচনা হয়ে থাকে।
আমি একটা কথা বলতে চাই, সত্য কখনো চাপা পড়ে থাকে না। একজন বাদে পৃথিবীর সব মানুষও যদি একযোগে ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে তাতে ইসলামের কিছুই যায় আসে না। ইসলাম কোন ঠুনকো-নাম সর্বস্ব ধর্ম নয়।
সবারই স্বাধীন মতামত আছে, বিরুদ্ধবাদীরা যা খুশী বলুক কিন্তু তাই বলে আমাদের উচিত হবে না তাদের সাথে খারাপ ভাষা ব্যবহার করে কথা বলা।
একজন মানুষ নাস্তিক হয় হোক, অন্য ধর্মে বিশ্বাসী হয় হোক কিন্তু তার জন্য আমি দায়ী হব না কিন্তু কোন নাস্তিক বা অন্য ধর্মে বিশ্বাসী যদি আমার ব্যবহারের কারণে নাস্তিক থেকে যায় বা অন্য ধর্মে থেকে যায় তার জন্য আমি অবশ্যই দায়ী হব। মহান আল্লাহর কাছে এর জন্য আমাকে জবাবদিহী করতে হবে।
কেউ ইসলামের বিরুদ্ধে খারাপ কথা বললো আর তার জন্য আমি সেই ব্যক্তিকে তীব্র কটু বাক্য তথা জঘন্য খারাপ কথা বলব কেন? আমিও যদি তার মত খারাপ কথা বলি তাহলে আমার পার্থক্যটা কোথায়? আমিও যদি তাদের মত জঘন্য আচরন করি তাহলে আমি যে ভাল আদর্শের আনুগত্যকারী তার প্রমাণ কি করে দিব?
কেউ যদি খারাপ কথা বলে তার সাথে যুক্তি দিয়ে কথা বলুন, কিন্তু কোন বকা-ঝকা নয়। সবকথার উত্তর দেওয়াই বুদ্ধিমানের পরিচয় নয়, কারণ একজন মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব হয় না। সত্যের স্বভাবই হচ্ছে তা স্বতই প্রকাশিত হবে, বিরুদ্ধবাদীরা যতই খিস্তি ব্যবহার করুক না কেন, তাতে সত্যের কিছু যায় আসে না।
একজন মুসলিম হিসেবে, আমাদের যে দায়িত্ব, আমরা মানুষের কাছে সত্যের বার্তা পৌছে দিব, কেউ গ্রহণ করলে, আলহামদুলিল্লাহ, আর কেউ না গ্রহণ করলে না করুক সেটা তার ব্যক্তিগত ইচ্ছা! ইসলাম জোর করে কারো উপর তার বিশ্বাস চাপিয়ে দেয় না। আল্লাহ মানুষকে বোঝার জন্য ব্রেইন দিয়েছেন, সে তা খাটিয়ে দেখুক, কোনটি সত্য আর কোনটি মিথ্যা।
তবে অন্যায় হতে দেখলে তার প্রতিরোধ করতে হবে, মজলুম সে যে বিশ্বাসেরই অধিকারী হোক না কেন। মানুষের প্রাপ্য অধিকার তার নিকট পৌছে দেওয়া মুসলিমদের অন্যতম দায়িত্ব। ইসলামের বিরুদ্ধে যদি কেউ জঘন্য কথাবার্তা বলেই থাকে সেখানে ভদ্র ভাষায় তার প্রতিবাদ করুন। জঘন্য ভাষার বিরুদ্ধে জঘন্য ভাষা ব্যবহার কোন সমাধান নয়। কাউকে আপনি ঘৃণা করেন কিন্তু তাই বলে তাকে গালাগাল করা যাবে না, কারণ গালাগাল করা খুবই ছোট মনের পরিচায়ক। অন্যান্য বিশ্বাসী যারা তাদেরকে কোনভাবেই খারাপ নামে সম্বোধন করা যাবে না। কয়েকটা খারাপ কথা বলে হয়তো মনের মাঝে তৃপ্তি পাওয়া যায় কিন্তু সমাধান হয় না কিছুই।
একজন মুসলিমের ভাল ব্যবহারই প্রকাশ করে সে কতটুকু আল্লাহকে আনুগত্য করে। তাই আসুন আমরা যাবতীয় জঘন্য গালাগাল করা থেকে নিজেদের বিরত রাখি।
মহান আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমীন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৩