কোন একজন মুসলিমকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই বলেন তো ''ইসলাম'' অর্থ কি? সে কালবিলম্ব না করে বলবে, "শান্তি"!
এটি একটি ভুল ধারণা! অনেকেই হয়তো আঁতকে উঠবেন, কেউ কেউ হয়তো শুরুতেই বিস্ময় প্রকাশ করবেন। কিন্তু আসলেই এটি একটি ভুল ধারণা।
ইসলাম এটি একটি আরবী শব্দ, যেটি এসেছে ﺍﻟﺴﻼﻢ(আল-সিলম) , যার অর্থ, "আত্মসমর্পণ করা", আরো পরিস্কার করে বললে বুঝায়, "আমাদের ইচ্ছাকে মহান আল্লাহর আদেশের নিকট আত্মসমর্পণ করা"। ইসলাম গ্রহন করার মাধ্যমে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করি, আমরা বাধ্য হয়ে যাই মহান আল্লাহর আদেশ অনুযায়ী চলতে। পৃথিবীতে আগত সকল নবী-রাসূলও এই একই বাণী প্রচার করতেন, এক আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। মহান আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন-
"মুসলমানগণ বলঃ আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যে জীবন ব্যবস্থা নাযিল হয়েছে তাঁর প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে, তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আর আমরা একমাত্র আল্লাহরই নিকট আত্মসমর্পণকারী।" (কুরআন ২:১৩৬)
মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করে আমরা যখন তাঁর আদেশ মেনে চলব তখনই কেবল শান্তি আসবে। এর জন্যই ইসলাম শব্দটির দ্বিতীয় আর একটি উৎস রয়েছে, ﺍﻟﺴﻼﻢ (আল-সালাম) যার অর্থ শান্তি।
এখন তাকান, মহনবী (স) এর নবুয়াত প্রাপ্তির প্রথমদিকে, "তিনি মক্কার বড় বড় নেতা এবং মানুষদের বললেন তোমরা ইসলাম গ্রহন কর (আল্লাহর নিকট আত্মসমর্পণ কর)। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল, কারণ যদি তারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করে তাহলে সমাজে তাদের আর কোন অন্যায় কর্তৃত্ব থাকে না, অথচ তারা কিন্তু আল্রাহকে অস্বীকার করে নি, কারণ তারা বিশ্বাস করতো আল্লাহই হচ্ছে "কাবা" ঘরের মালিক। এরপর দেখুন, যারা ইসলাম গ্রহণ করতো (আল্লাহর নিকট আত্মসমর্পণ করতো) তারা সত্যের সাক্ষ্য দিতো কালেমা তাইয়্যেবা বলার মাধ্যমে, "আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল"। এভাবে তারা ইসলাম এর ছায়াতলে আশ্রয় নিতো। ধীরে ধীরে মানুষ ইসলাম (আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে লাগলো) গ্রহণ করতে লাগলো এবং তারা আল্লাহর আদেশকে মাথা পেতে মেনে নিয়েছিল। যার ফলেই, অস্থির, অশান্ত, অন্ধকারাচ্ছন্ন মক্কায় শান্তি নেমে এসেছিল।
এখন যদি আমরা আমাদের কথা বিবেচনা করি, আমরা যারা মুসলিম হিসেবে পরিচয় দেই, আমরা কি মহান আল্রাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পেরেছি? অনেকেই বলি, আমি আল্লাহকে ভালবাসি, আল্লাহকে ভয় করি; অথচ অনেকেই সালাত(নামাজ) পড়ি না, যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি তখন আল্লাহর আদেশ মেনে চলি না। মহান আল্লাহ সুদ, ঘুষ খেতে নিষেধ করেছেন কিন্তু আমরা তার তোয়াক্কাই করছি না।
আমরা কি সত্যিই মহান আল্রাহর নিকট আত্মসমর্পণ করতে পেরেছি? আমরা যদি মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ নাই করি তাহলে আমরা কিভাবে "শান্তি" আশা করতে পারি?
মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমীন।