নিহত নাজিমুদ্দিন সামাদ।
তার আইডি ভ্রমন করে আমি যা বুঝলাম........ সে নাস্তিক ছিল কিনা জানিনা তবে সে পুরোপুরি একজন ইসলাম কটাহ্মকারী মানে ইসলাম বিদ্বেষী ছিলো। অন্য কোন ধর্ম নিয়ে তার কোন চুলকানি দেখলাম না। শুধু ইসলাম এবং মুসলমানদের পচানোর বিষয়ই তার আইডিতে বেশি দেখা গেছে। অশ্লীল ভাষা ব্যাবহার করে ইসলামকে কটাহ্ম করেছেন তিনি।
যাই হোক,
এর আগেও আমি অনেকবার বলেছি যে, "যে কেউ নাস্তিক হতে পারেন। আমি ধর্ম মানিনা, আমি নাস্তিক এটা আমার/আপনার অধিকার হতেই পারে কিন্তু তাই বলে ধর্ম নিয়ে খারাপ কথা বলাটা আমার/ আপনার নিশ্চয় অধিকার হতে পারে না।"
যদি আমি হিন্দু ধর্ম নিয়ে খারাপ কথা বলি তবে নিশ্চয় হিন্দুধর্মের অনুসারীরা আমাকে আদর করবে না ঠিক তেমনি ইসলাম ধর্ম নিয়ে কেউ খারাপ কথা বললে ইসলাম ধর্মের অনুসারীরাও তাদরকে পূজা করবে না- এটাই তো ঘটবে সবসময়, তাই নয়কি??
ধরুন আমি হিন্দু ধর্ম নিয়ে গালি দিতে লাগলাম.. এটা কি আমার অপরাধ না??
অবশ্যই অপরাধ। আর এই অপরাধের বিচার যদি আইন না করতে পারে তবে নিশ্চয় কোন ধর্মপ্রান হিন্দু ব্যাক্তি আইন হাতে তুলে নিয়ে আমাকে মেরে ফেলতেও পিছু পা হবে না। -এমনটা হোওয়াই স্বাভাবিক।
ঠিক ইসলাম ধর্ম কটাহ্মকারীদের পরিনতিও এমনই হচ্ছে। মূল বিষয় হলো আইনের অভাব।
সো... আবারো বলবো.. আপনি নাস্তিক হবেন এটা আপনার ব্যাপার কিন্তু নাস্তিক হয়ে ইসলাম ধর্ম নিয়ে বা অন্য কোন ধর্ম নিয়ে বাজে কথা বলার অধিকার এদেশের আইন আপনাকে দেই নি। অযথা এই অধিকার নিয়ে কথা বলতে গেলে আপনার উইকেট পড়ার সম্ভবনা বেরে যাবে ছাড়া আর কিছুই হবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২