ভালবাসা দিবসের নাটক এবং হজ্ব।
টাসকি খাওয়া কথা.... কিসের সাথে কি... চোখ রাখুন বাংলাভিশনে....... ক্লোজ আপ কাছে আসার গল্পে অভিনয় করছেন জনপ্রিয় কন্ঠ শিল্পি #তাহসান।
সবাই জানেন তো কিছুদিন আগে এই তাহসান হজ্ব করে এসেছিলো। ভেবেছিলাম নিজেকে হয়ত সে পাল্টে ফেলবে কিন্তু কি আর বলবো... হজ্ব করলেই তো আর হাজি হোওয়া যাই না।
ব্যাপারটা কি জানেন.. ধর্ম জিনিসটা আসলে নষ্ট হয়েছে কিছু ধার্মিক লোকদের জন্য যাদের বাইরের রুপটা ধার্মিক ধার্মিক কিন্তু ভেতরে অন্য জিনিস। এসব লোকদের মানুষ চিনতে ভূল করে।
এই লেখাটির পর হয়ত অনেকে বলবেন.. সব বিষয়ে ধর্ম টানেন কেনো?? no.. আমি বলতে চাচ্ছি এটাই যে একজন হজ্ব করা কোন ব্যাক্তির কি নাটক.. অভিনয় এসব করা মানায়?? হজ্ব করার পর নিজেকে যদি ধর্মের নিয়মঅনুসারী না চালাতে পারি তবে হজ্ব করে কি লাভ????? নিজেকে হাজি বলে কি লাভ??
আমার টাকা আছে তাই আমি হজ্ব করছি..
আমার ইমান নেই কিন্তু টাকা আছে.. তাই আমি হজ্ব করছি।
আমি অভিনয় করি, আমার টাকা আছে... তাই আমি হজ্ব করছি।
আমার ইমান আছে, টাকা নেই... আর তাই আমি হাজি হতেও পারিনি...... ব্যাপারটি ঠিক এমনই।
অনেক বড় বড় রাজনৈতিক নেতারাও অবৈধ টাকা খরচ করে হজ্ব করে তারপর দেশে এসে আবার মিথ্যা বলে, দুর্নিতী করা শুরু করে।
গান বাজনা, অভিনয়ের টাকা দিয়ে হজ্ব করলে সেই টাকাটাও যে হজ্বের জন্য বৈধতা পেতে পারে না সেটা সব অভিনেত্রীর বোঝা উচিৎ।
কোন একদিন বলেছিলাম, " এখন অনেকে অবৈধ টাকা দিয়ে আল্লাহকে হাত করার চেষ্টা করে, বেহেস্ত কেনার জন্য হজ্ব করতে যাই কিন্তু বাস্তবে তারা ধার্মিক নয়।" -তাহসানের নতুন নাটক করা দেখে সেই কথাটির যথার্থতা আরও পরিষ্কার হয়ে গেলো।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯