এবার ঝিনাইদহ জেলার কালীগন্জে ৭বছরের শিশু সজিবের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনলো পুলিশ।
ভাবতে অবাক লাগে এরা কি যোগ্যতা বলে পুলিশ হয়েছে। ৭বছরের একটা পিচ্চি বালক; তার তো ধর্ষন শব্দের অর্থই জানার কথা না...... আর তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা....
কত বড় মাতাল পুলিশ হলে এমন কাজ করতে পারে একবার ভাবুন তো.....।
কিছুদিন আগে আরো অবাক হয়েছিলাম, "সব কিছু জানার পরও চট্রগ্রামে এক মেয়ের ধর্ষনের অভিযোগ তার আপন ভাইয়ের বিরুদ্ধে করেছিলো এই পুলিশ এবং ছেলেটিকে কারেন্ট শর্ট দিয়ে সাদা কাগজে টিপ সই পর্যন্ত দিতে বাধ্য করে এই পুলিশ।
এছাড়া ছেলের সামনে মাকে বিবস্ত্র করার প্রতিবাদ মিছিলে টাঙ্গাইলে পুলিশের গুলিতে তিন জন প্রানও দিয়েছিলো।
সব মিলিয়ে পুলিশের জন্য ধর্ষকদের পহ্ম থেকে বড় রকমের একটা বাহবা তো দিতেই পারি।
ঘুষখোর, মাতাল, লম্পট, দুর্নিতীবাজ লোকদের হাতে আইন/হ্মমতা চলে গেলে মানুষ তাদের কাছ থেকে কি আশা করবে??
সত্যকে মিথ্যা বানানো যে কত সহজ তা এই পুলিশ বাহিনীর করে দেখাতে এক সেকেন্ডও টাইম লাগে না। এই সব পুলিশ দেশ ও সমাজের জন্য কলঙ্ক ও অভিশাপ। এরা এমন এমন ঘটনার জন্ম দেই যা ভাবতে গেলে মাথার তার ছিড়ে যাই।
.....
এই পুলিশদের ঠিক কি বলা উচিৎ তার ভাষাও আমার জানা নেই। হয়ত এই পুলিশ গুলো তাদের মা বোনকে কিংবা ৭বছরের শিশুদের ধর্ষন করে অভ্যস্থ ছিল আর তাই হয়ত একজন ভাইকে কিংবা ৭বছরের একটা বাচ্চাকে এমন জঘন্য অপবাদ দিতে তাদের বিবেকে একটুও নাড়া দেই না।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১