শিরোনাম: কেনো আমি চাইনা না বিএনপি আবার হ্মমতায় আসুক।
শিরোনাম দেখে যে কেউ হয়ত বলে বসবে আমি আ.লীগ বা অন্য কোন দল করি। ব্যাপারটি ঠিক তেমন নয়। তবে অনেক ভেবে ভেবে বলতে বাধ্য হলাম আমি বিএনপিকে হ্মমতাই চাই না এবং এর পিছনে বেশ কিছু যুক্তিও আছে।
বিএনপি হ্মমতাই আসা মানে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আ.লীগের অপর প্রতিশোধ নিতে বাধ্য হবে। কারন বর্তমানে আ.লীগ সরকার যেভাবে বিএনপিকে দমন করেছে তার হিসাব কড়াই গন্ডাই বিএনপিও তুলে নেবে। শুরু হয়ে যাবে আ.লীগ সমর্থিত লোকদের উপর অত্যাচার।
আর তখন দেশে অরাজকতা পরিবেশ সৃষ্টিতে ব্যাস্ত হয় উঠবে আ.লীগের লোকজন।
বর্তমানে দেশের অবস্থা শান্ত হয়ে আছে কারন সরকার যেভাবে বিএনপি এবং জামায়ত নিধন করেছে, গ্রেফতার করেছে তাতে করে দেশে এখন একমাত্র সরকার দলীয় লোক এবং প্রশাসনের আধিপত্য চলছে। আর এই বিএনপি জামায়ত নিধনের কারনে ভুক্তভোগী বিএনপি এবং জামায়ত অপেহ্মায় আছে হাসিনা সরকারের পতনের জন্য। হাসিনা সরকারের পতন মানে বর্তমান আধিপত্য সৃষ্টিকারী আ.লীগ নেতা ও প্রশাসনের ঊব্ধতন কর্মকর্তাদের পরিনতি ভয়াবহ হোওয়া।
যার ফলে হাসিনা সরকারের পতন হলেই দেশে অস্থিতিশীল পরিবেশ শুরু হবে।
আমি একজন সাধারন মানুষের পহ্ম নিয়ে বলতে পারি, "এদেশের সাধারন মানুষ রাজনিতী চাই না, এদেশের মানুষ যে কোন মূল্যে শান্তি চাই হোক না সেটা বিএনপি বা জামায়তকে ধ্বংস করে।"
গনতন্ত্র দিয়ে কি হবে যদি দেশে শান্তিই না থাকে।
তবে বর্তমান পরিস্থিতিতে হরতাল হলেও বিএপির হরতাল করা বা গড়িতে আগুন দেওয়া, ভাংচুর করা মত কর্মী সংখ্যা খুবই কম কারন বিএনপির একটু পরিচিতি নেতা কর্মী যারাই তৈরী হয়েছিল তারাই বর্তমানে সর্বদা গ্রেফতার আতংকে থাকে। তাই দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির সম্ভাবনাও খুব কম।
এমন পরিবেশই ভালো। রাজনৈতিক ব্যাক্তিরা শুধু জনগনকে ব্যাবহারই করে তাই জনগন রাজনিতীকে চাই না, গনতন্ত্রকে চাই না.. চাই শুধু একমাত্র শান্তি।
আমি চাই হাসিনা সরকার সারা জীবন হ্মমতাই থাকুক। দরকার নেই গনতন্ত্র, দরকার শুধু সাধারন মানুষের শান্তি।
আমি আরো বলবো হাসিনা সরকার অবৈধ হোক আর যাই হোক.. তাদের হ্মমতাই দড়ি দেওয়া মত কেউই নেই এ দেশে। আর জনগনেরও হ্মমতা নেই হাসিনাকে অবৈধ ঘোষনা করার বা হাসিনাকে হ্মমতা থেকে সড়ানোর।
সো.. সকল হ্মমতা যার নিকট (হাসিনা) তার কল্যানে যদি একটি বা একাধিক রাজনৈতিক দলের ধ্বংসের বিনিময়ে কিংবা গনতন্ত্র ধ্বংসের বিনিময়েও যদি দেশের পরিবেশ শান্ত ও নিরাপদ থাকতে শুরু করে তবে সেটাই যেনো হয় সবার সর্বশেষ প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০