নষ্ট কলের টুপটুপ জলের শব্দে
ঘুমের চোখ বেয়ে নামে নির্ঘুম রাত
এপাশ ওপাশ করে কেটে যায় অজস্র প্রহর
বুকের বামে যত দুর্ভাবনা এসে হয় জড়ো।
আধখোলা চোখে দুঃস্বপ্ন এসে করে ভর
চোখ বন্ধ করলেই যেন কীসের ছায়া
ঘরময় হেঁটে বেড়ায়
কানে এসে লাগে টুংটাং, মচমচ আওয়াজ।
বুকের গহীনে অমাবস্যা অন্ধকার
বুকের কত আশা লুট হয়ে যায়
নির্লজ্জ বাতাস এসে নিয়ে যায় বিগত সুখ
ঘুমের হাঁটে সহসা যায় না আর যাওয়া।
এই এক জীবনে কত পূর্ণিমার মৃত্যু দেখেছি
গুনেছি কী করে আশার তারারা ঝরে পড়ে
এক জীবনে হয় না সব পাওয়া,
নির্ঘুম রাতের বুকে সাজাই অপূর্ণতা যা ।
কত শিউলী ঝরা প্রভাত দেখেছি
স্বপ্ন বুনেছি আপন মনে,
পেয়েছি যা চাইনি, পাইনি যা চেয়েছি
মূল্যহীন মতামত নিয়ে হেঁটে চলেছি অনন্ত পথ।
রাতের কাছে কখনো বিকিয়ে দিই বুক ভরা সন্তাপ
বিকিয়ে দিই মন ভরা যত বিষণ্ণতা;
দুর্ভাবনায় তলিয়ে যেতে যেতে
ঘুমের ডহরে হারাই সহসা.
চোখ খুলতেই সকালের আলো,
ফিরে পাই বেঁচে থাকার নির্মল স্বাদ।
©কাজী ফাতেমা ছবি
২৯-০১-২০২৪
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮