১। =অপরাধ ছোট হোক বড় হোক অপরাধ, অপরাধই=
অপরাধ করে যদি, ছাড়া পেয়ে যায়
বেড়ে যায় সাহসটা, করতে অন্যায়;
অপরাধী জেনে বুঝে, করে যায় পাপ
পেয়ে যায় তেল মেরে, পাপ হতে মাফ!
ছোটখাটো শাস্তি যদি, হয়ে যায় তার
আপিলের পা ছুঁয়ে সে, পেয়ে যায় পার,
কাটিয়ে সে শাস্তি শেষে, অপরাধ সেই
করে ফিরে রোজ রোজ, চিন্তাও সে নেই।
অপরাধ ছোট বড়, হতে পারে, হোক
শাস্তি দিয়ে তারে তবে, পেতে দাও শোক,
ক্ষমা করে দিলে পরে, সাহসটা বাড়ে
অবশেষে উঠে বসে, অপরাধ ঘাড়ে।
ছোট পাপ বড় পাপ, শাস্তি ছোট বড়
ছেড়ো না ন্যায় শাসক, ছাই দিয়ে ধর।
November 28, 2018 at 9:07 AM
২। =যতটুকু পারা যায়, সামলিয়ে চলো=
লজ্জাগুলো ভেসে গেলো, আধুনিক নায়
কষ্ট লাগে ভ্রষ্ট ক্ষণে, অগ্নি লাগে গায়,
বলি যদি শুধরাও, উল্টো শুনে আসি
সুশীল সমাজ আহা, মোহ নায়ে ভাসি।
কত কথা কত ছবি,কত রঙ ঢঙ
দিন দিন আমি যেনো, সেজে আছি শঙ,
দিন বদলায় কিন্তু, কমে লজ্জা শুধু
চারিদিকে মরিচিকা, মোহ মরু ধূঁধু।
বুঝেও বুঝে না কেউ, নিয়ে অল্প আয়ূ
কত পাপে মজে থাকি, মাখি পাপ বায়ূ,
তারণ্যে বুঝো না হায়, বার্ধক্যে বুঝবে
অনুতাপে দিবানিশি, অতীত খুঁজবে।
যতটুকু পারা যায়, সামলিয়ে চলে
পাপ হোক কম কম, যাই ফের বলে।
December 27, 2018
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫