প্রভু তোমার দয়ার কথা, বলে হয় না শেষ তো
কত রিযিক আহার দিয়ে, রাখছো মোদের বেশ তো!
তোমার সৃষ্টির কেরামতি, নেই কো বুঝার সাধ্য
তোমার বান্দা তোমার গোলাম, শুধু তোমার বাধ্য!
গাছে দিলা ফল ফলাদি, ক্ষেতে হরেক খাদ্য
পাখ পাখালির সুরে ছন্দে, বুকে সুখের বাদ্য!
জলে দিলা মাছদের ছাড়ি, হালাল পশু স্থলে
উদর ভরে হালাল খেয়ে, আছি দয়ার তলে!
নানান ফলের হাজার গুনে, সুস্থ সবল দেহ
ভিটামিন খেয়ে বাঁচি -খাই,গরুর দুধের স্নেহ।
রক্ত রাঙা ডালিম ফলে,মিষ্টি স্বাধের দানা
দিলে প্রভু খুব সাজিয়ে, মানুষেরে খানা!
কার কী এমন সাধ্য আছে, করে এমন তৈরী
অনুকূলে রাখো হাওয়া, কখনো তা বৈরী!
তোমার দয়ায় বাঁচি ধরায়, নিঃশ্বাস টানি বুকে
প্রার্থনাতে মন রাখি তাই, তোমার পানে ঝুঁকে।
কত তৃপ্তির খাবার মাবুদ, দিলে তুমি ধরায়
তুষ্টি চিত্তে খেয়ে মানুষ, ক্ষিধার উদর ভরায়!
সব ধরণের আরাম দিলে, মানুষেরে উজার
দিবানিশি তাইতো আল্লাহ্, করি শোকর গুজার!
November 24, 2018 at 3:00 PM
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮