মিলনমেলায় চলো সবাই, ডিসেম্বরের বিশে
খুশির চোটে এখনি ঠিক, হারিয়ো না দিশে;
কে কে যাবে হাত তুলো ভাই, কে যাবে না বলো
ইচ্ছেগুলো সঙ্গে নিয়ে, একাত্মতায় জ্বলো।
দেখা হবে সবার সাথে, হবে আড্ডা গল্প,
কী আনন্দ হবে আহা, হাসি তামশা অল্প।
দুষ্টুমি আর খুঁনসুঁটিতে, সময় যাবে ভেসে,
চুটকি বললে কেহ একজন , উঠবে সবাই হেসে।
নাম পরিচয় হবে জানা, কে বা কোথায় থাকে
কোন্ কবিরা কাব্য লিখে, ব্যস্ততারই ফাঁকে।
কোন লেখকের লেখাগুলো, লাগে সবার ভালো,
মন্তব্যেতে কে বা এসে, ব্লগ করেছে আলো।
ক্যামরার ক্লিকে হাসি মুখের, তুলবো শত ছবি
মিলনমেলার স্মৃতিগুলো, রাখবো তুলে সবই;
মুখ রেখো না অন্ধকার কেউ, রিনিঝিনি হেসো
গল্প আড্ডায় মনটা রেখে সুখানন্দে ভেসো।
রিযিক যদি থাকে আমার, আসতে পারি মেলায়,
না আসলেও রেখো নাকো আমায় অবহেলায়,
সুখের স্মৃতি ছবি করে, ব্লগে দিয়ো ছেড়ে
দেখতে র'বো উন্মুখ-ব্লগে, বসবো হাঁটু গেঁড়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২