©কাজী ফাতেমা ছবি
এমন যদি হতো হঠাৎ, ঘুমের ঘোরে আমি,
ডানা মেলে উড়ে গিয়ে, মেয়েবেলায় থামি!
যেখানটাতে গরুর রশির, দোলনা আছে পাতা,
মাথার উপর যেখানটাতে, বটবৃক্ষের ছাতা।
এমন কেনো হয় না আহা, অতীত পাই না ফিরে,
প্রজাপতি সময়গুলো, যাচ্ছে দূরে ধীরে!
এমন যদি হতো আমি, আনডু বাটন টিপে
চলে যেতাম মেয়েবেলার, চঞ্চলতার দ্বীপে!
যেখানটাতে ছিলো বাঁধা, পিঠের উপর ডানা,
সকাল সাঁঝে যেখানটাতে, উড়তে নেইকো মানা।
এমন কেনো হয় না শুনি, যায় না যাওয়া পিছু,
যদি পেতাম মেয়েবেলা, চাইতাম না আর কিছু।
এমন যদি হতো একদিন, নিদ্রা থেকে উঠে,
দেখতাম আমি মেয়েবেলায়, যাচ্ছি দৌঁড়ে ছুটে।
যেখানটাতে চড়তাম আমি, খঞ্জন পাখির পিঠে,
মায়ের হাতের খাবার যেথায়, ছিলো বড় মিঠে।
এমন হয় না কেনো বলো, পিছনে যায় বেলা,
যায় না যাওয়া সেখানটাতে, ভাসালেও ভেলা।
এমন যদি হতো আহা, মেয়েবেলায় ঢুকে
দোলনায় দোলা সময়গুলো, রাখা যেতো রুখে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯