তোমাদের এ ছলচাতুরী তুলে রাখো ক্ষমতার চাঙে,
ভাল্লাগে না তোমাদের এমন আকস্মিক অভিযান;
বছর জুড়ে সাধারণ জনতা রোগে ভোগে মরি,
যাতনায় পিষে মরি, তোমরা আমাদের কতটুকু খেয়াল রেখেছিলে?
বন্ধ করো তোমাদের এমন লোক দেখানো আদালত!
খাবারে বিষ মিশিয়ে ওরা তোমাদের সামনে দাঁত কেলিয়ে হাসে,
অবৈধতার উচ্চাসনে বসে ওরা করে হালখাতার উৎসব;
দু'চার টাকা পকেটে গুজে দিলেই তোমরা আমাদের কথা ভুলে যাও।
দ্রব্যের মূল্য উর্ধ্বমূখী,কতবারই তা নিম্নমূখী করতে পেরেছো
কতটুকু স্বস্তি দিয়েছো খেটে খাওয়া মানুষদের?
মৌসুমি ফলে বিষ মাখিয়ে ওরা তোমাদের দেয়া দখলি জায়গায় বসে.....
দিব্যি ওদের পকেট ভরছে আর নিরবে মৃত্যুর দিকে নিচ্ছে আমাদের
কতটাই বা খেয়াল তোমাদের?
ও তোমরা তো একটু অসুস্থ হলেই...........দেশ ছেড়ে পালাও,
নামীদামী হাসপাতালে গিয়ে পাতো আরামের আসন,
টাকা কড়ি কী আকাশ হতে পড়ে?
দেশী মানুষরা, তোমাদের পাতে কী বিদেশী ভাত?
তোমাদের হাতে কী বিদেশী মাছের আঁশটে গন্ধ?
তোমাদের পোষাক কী সব বিদেশী?
তবে কী করে এড়িয়ে যাও নিজ নিজ দায়িত্ব?
ন্যায় নীতি সব উচ্ছন্নে আজ....অন্যায়ের পাল্লা ভারী
তোমরা তোমাদের নীতিগত দায়িত্ব কতটকু পালন করতে পেরেছো?
যেদিকে তাকাই কেবল অরাজকতা,ক্ষমতার লড়াই
গুম, খুন,ধর্ষন,যন্ত্র দানব চালকদের ওভারটেক আস্ফালন
কোনটা রুখতে পেরেছো........অথবা শাস্তি দিতে পেরেছো?
বিনিময়ে তোমাদের পকেট ভারী
আর আমরা হাপিত্যেশ করি দু'বেলা দু'মুঠো শুদ্ধ খাবার খাওয়ার জন্য।
তোমাদের এমন অভিযান দেখতে বড় লজ্জা লাগে,
ভ্রাম্যমান আদালত কি সারা বছর জারি রাখতে পারো না?
নাকি পকেট ফাঁকা থাকবে তাই!
(মে ২৪, ২০১৮)
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০