©কাজী ফাতেমা ছবি
সিসি ক্যামেরা দেখলেই নড়ে চড়ে উঠো
হয়ে যাও সাবধানী,
পাপগুলো দূরে ঠেলে হেঁটে যাও আপন গন্তব্যে,
ভয় পাও, তোমরা সিসি ক্যামেরা ভয় পাও
তাই না?
কিছু লুকোচুরি খেলা যখন খেলো বা খেলতে যাবে
চোখ ঘুরাও চারিপাশে, গোল গোল চোখে দেখে নাও
আশে পাশে কেউ নেই তো
কেউ দেখে ফেলেনি তো অথবা কেউ যদি দেখে ফেলে
তোমরা মানুষের চোখ ভয় পাও, হ্যাঁ ভয় পাও!
তাই না?
ওয়াশরুমে ঢুকলেই ছিটকিরি লাগলো কিনা
অথবা কেউ ধাক্কা দেবে কিনা,
কত খেয়ালী মন তোমাদের, প্রাক্কালন কেন্দ্রে
ঢুকেও মানুষের ভয় পাও, ভয় পাও তোমরা মানুষকে
তাই না?
বেশ্যার ঘরে যাবে, দিন হলে উঁকি ঝুঁকি দাও
দেখে নাও আশেপাশে পরিচিত কেউ কী আছে?
কেউ দেখে ফেললে লংকা কান্ড ঘটে যাবে,
সেই ঘরে টোকা দেয়ার আগেই সাবধানী হয়ে যাও
তোমরা ভয় পাও, মানুষকে ভয় পাও
বদনাম হওয়ার ভয় পাও-তাই না?
অফিস পাড়ায় ভদ্র সেজে থাকো,
কত ভালো অভিনয়ে মাতিয়ে রাখো অফিস পাড়া
বিকেলে অফিস ছুটি হলেই ছুটে যাবে
সেই পুরাতন প্রেমিকা বা গণিকালয়ে;
ভদ্র কোট টাই বেশে নিজের চরিত্র লুটিয়ে দেবে তার পায়ে,
চরিত্র কামের জোয়ারে ভাসিয়ে, বাইরে এসে দাঁড়িয়ে
দেখে নেবে চারপাশ, কেউ আবার দেখে ফেললো নাতো
তোমরা তখনও মানুষকে ভয় পাও, তাই না?
রোজা রমজানের দিন সিগারেট ফুঁকবে বলে
চাদর ঝুলানো টঙ ঘরে প্রবেশ করো,
আশপাশটা আর একবার দেখে নিলে,
পরিচিত কেউ না দেখলেই হলো, অত:পর
তোমরা মানুষকে ভয় পাও, খুব ভয় পাও
তাই না?
চুরি চামারী, চরিত্র বিসর্জন, মিথ্যা, জোরজবরদস্তি
অহংকার, ঈর্ষা হিংসা ক্রোধ সব কিছুই মানুষকে
লুকাতে পারবে-আলবৎ পারবে.....
সেজে থাকবে সমাজে ভালো মানুষ হয়ে
চরিত্রে তকমা লাগবে ভালো মানুষির....
একবারও কী ভেবেছো
একমাত্র একজনই সিসি ক্যামেরায় দেখছেন...
কী দিন কী রাত, কী আলোয় কী অন্ধকারে!
তিনি দেখছেন সব, সব তাঁর নখদর্পনে
পরকালের বিচারে তোমাদের সব লংকাকান্ড
তুলে ধরবেন তোমাদের সম্মুখে,
লুকোনোর কোনো উপায় নেই।
বুঝেছো কখনো, অনুভূতিতে তাঁর ভয় আছে?
যতটুকু সময় আছে এখনো হাতে বাকী
তওবা করে শুধরে নাও চরিত্র, ক্ষমা চাও তাঁর কাছে
প্রভু দয়াশীল ক্ষমাশীল, চাইলে তিনি রাখতে পারেন
তোমাকে তাঁর ক্ষমায়।
(ইনশাআল্লাহ)
December 10, 2018
লেখা চোর
লেখা চোর
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৫