চুলের ঘ্রাণে নাক ডুবিয়ে বলো ভালোবাসি
কাছে আসি যতবার কানে কানে বলো ভালোবাসি
চোখে চোখ রেখে ঠাঁয়..... বলো ভালোবাসি
দৃষ্টি অবনত করে ভালোবাসি বললে ভেবে নেবো
কোথাও ফাঁক রয়ে গেছে কিঞ্চিত।
ভালোবাসি বলো বিশ্বাসে, নিষ্ঠায়, দৃঢ়তায়!
ভালোবাসি বলেই পালিয়ে যেয়ো না
ছুঁয়ে থাকো-কোমায় থাকো খানিকক্ষণ
অনুভব করো-
অনুভূতিতে তোমাকে আনতে দাও
ভাবতে দাও একটু-
শিহরণ খেলে কি-না মনে, নিশ্চুপ রোমন্থন করি।
হাতের মুঠোয় হাত রেখে বিশ্বস্থতায় বলো ভালোবাসি
নাকে নাকটা ছুঁয়ে দিয়ে বলো ভালোবাসি
দু'কাঁধে দু'হাত রেখে গাঢ় নিঃশ্বাসে বলো ভালোবাসি
অধরে অধর রাখতে যেয়ো না,
ধ্যান ভেঙ্গে যাবে ভালোবাসার...
ভালোবাসাকে শুধু ভালোবাসতে দাও।
কপালের চুলগুলো আলতো সরিয়ে বলো ভালোবাসি
পিছন থেকে কোমর জড়িয়ে বলো ভালোবাসি..
আদিম কামনা ছুঁড়ে ফেলে শুধু ছোঁয়া দাও,
চোখের পাতায় ঠোঁট ছুঁইয়ে বলো ভালোবাসি
আলিঙ্গনে রেখো বেঁধে, তোমার কাঁধে মাথা
তুমি ফিসফিসিয়ে বলো ভালোবাসি...
ভোগ বিলাসে মত্ত হতে চেয়ো না
খবরদার মনেও আনবে না কামনায় মত্ত হতে।
আগে ভালবাসতে শিখো, শিখাও, ভালোবাসি ভালোবাসি
মনের মাঝে ভালোবাসা জিইয়ে রাখতে দাও...
অনুভূতির সম্মান দিয়ে বলো, ভালোবাসি ভালোবাসি...
ভালোবাসায় মুগ্ধ হতে শিখো... শিখাও,
আবার বলছি, ভালোবাসাকে ভালোবাসতে দাও...
আগে মন দিয়ো-নিয়ো...
কখনো ভালোবেসে ফেললে, বুঝে নিয়ো আমি তোমার!
October 1, 2016 at 8:28 AM
কপিবাজ
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৬