সেই তারুণ্যের বেলা
নিরিবিলি প্রহরে বড় সাউন্ডে অন করতাম টেপ রেকর্ডার
ক্যাসেট ঢুকিয়ে দিয়েই সাথে সাথে গেয়ে উঠতাম.....
"মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।"
আর আমার বাবা সুর শুনলেই গেয়ে উঠতো
-এই মেয়ে তুই কী তোর বাপকে চিনস?
আমিও সুরে গেয়ে উঠে বলতাম-না, চিনি না।
আহা সেই সব দিনগুলো আজ ভেসে উঠে বার বার চোখের কিনারে!
তারণ্যের ক্ষণে যখন গান শুনি, গানের কথা বুঝি
তখনই এক নাম উঠে আসতো, সে আমাদের প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু।
মনে পড়ে যায় বারবার আজ
শুধু গানের লিরিক বুকে বাজে রিনিঝিনি......
"আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও!
মানুষ চলে যায়, না বলে কয়ে মরে যায়
রেখে যায় কথা, তার কর্ম,
মানুষ অমর হয় তার রেখে যাওয়া কীর্তি কলাপে,
মানুষ ইতিহাস হয়, কেউ বা শব্দ বুনে যায়
কেউ রেখে যায় তার সুর,
অমর হয়ে থাকে মানুষ চিরদিন মানুষের হৃদয়ে
প্রজন্ম থেকে প্রজন্মে।
বুকে হাহাকার শূন্যতা আজ.......
হুমায়ূন আহমেদ থেকে তুমি আইয়ূব বাচ্চু.
মনের ভিত নাড়িয়ে দিয়ে চলে গেয়ে ওপাড়ে
যেখান থেকে আর ফিরে আসা যায় না.....।
তারপরও বলে উঠি মনে মনে........
এক আকাশ তারা গুনার সময়
তোমাকেও আমরা গুনে নেবো শিল্পী!
তুমিও ঐ আকাশে নিয়েছো ঠাঁই, লক্ষ তারার মাঝে
তারারা ঝরে যায় ধুমকেতু হয়ে
তুমিও এক আধবেলা ঝরে পড়ো,
চলে এসো কিছু অচেনা সুর নিয়ে-
যে সুরগুলো ভাসবে হাওয়া আর আমরা তুলে রাখবো বুকের গভীরে।
বলবো না কভু-সেই তুমি কেনো এতটা অচেনা হলে
সেই তুমি কেনো আমাদের দু:খ দিয়ে চলে গেলে।
রূপালী গিটার ছুঁবে না সেই যাদুকরী আঙ্গুল
উঠবে না সুর তারে তারে সুরের ঝংকারে!
যেমন গেয়েছিলে তুমি-"আমি কষ্ট পেতে ভালোবাসি
তাইতো তোমার কাছে ছুটে আসি"
আমরাও কষ্ট পেতে বারবার হারিয়ে যাবো তোমার গাওয়া সুরের মুর্চ্ছনায়।
যেখানেই থাকো তুমি ভালো থেকো প্রিয় শিল্পী
আমরা তোমাকে ভুলব না, ভুলব না।
(ছবিটি নেট হতে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮