নীরা আপি কোথায় আছো
দেখছি নাতো কোথাও
হঠাৎ করে নজর হতে
হয়ে গেলে উধাও।
ব্যস্ত তুমি কি নিয়া গো
মানুষ নাকি আঁখি
আঁকাআঁকি কোন্ পর্যায়ে
আর কতদূর বাকি?
নাকি তুমি ঘরে বসে
বিরিয়ানি বানাও
বীনা তারের টেলিফোনে
চুপিচুপি জানাও।
রঙ বেরঙের কেকের উপর
কার ছবিটা আঁকছো
কার হাতেতে তোমার হাতটা
সন্তর্পণে রাখছো।
আঁকাআঁকি বাদ দিয়া কি
ডুবলে প্রেমের জলে
ভালবাসার মালা তবে
পড়ালে কার গলে?
কার চোখেতে চোখটি রাখলে
কার ছায়াতে হাঁটছ
কার জন্যি ঘরেতে বসে
মসলাপাতি বাঁটছ?
জানি নাকো কোনো খবর
ভুলে গেলে বুঝি
নিত্য এসে এইখানটাতে
তোমায় আমি খুঁজি।
বদের হাঁড়ি জেসন বেটায়
শুধু আমায় জ্বালায়
বেন্দা হাতে নিলেই বেটা
দূরে দূরে পালায়।
লিটন মিয়া ডিঙি নিয়া
বসে আছে ঘাটে
ভৃগু দাদার বৈরাগী মন
উদাস সংসার পাঠে।
গেমু ভাইয়া হারায় গেছে
কিছুতে নাই খবর
নাকি ভাইয়া বিয়া করে
আছে সুখে জবর।
সুমন দাদা মেয়ে নিয়া
সুখে দিনটা কাটায়
বউয়ের কাছে ভালবাসার
চুপি বার্তা পাঠায়।
অগ্নি দাদা বাসা নিছেন
বস্তির একটি ঘরে
লোকালয় ছেড়ে ভাগছেন দা
সুন্দরীদের ডরে
জাদিদ ভাইয়া ব্লগটা ছেড়ে
ফেবুতে রঙ ছড়ান
ক্লোজআপ হাসি বত্রিশ দাঁতের
ছবি দিয়ে ভরান।
খলিল ভাইয়া তোমায় খুঁজছে
কাব্য লিখবে বলে
তার কথাতে তুমি আবার
যেয়ো নাকো গলে
সাদা মনের মানুষ ভাইয়া
ভ্রমণ নিয়া ব্যস্ত
মাঝে মাঝে সবার পোষ্টে
চা সার্ভেতে ন্যস্ত।
চাঁদগাজী ভাইয়াটা নাকি
শুনছি গেছে হারায়
রক্ত শূন্যের খরা লাগছে
সামুর ব্লগ পাড়ায়?
মাটির পুতুল কত কাব্য
ব্লগের পাতায় ছাড়েন
মনের যতো আবেগ আছে
কাব্যের খাতায় ঝাড়েন।
রাতুল ভাইয়া হতাশ হয়ে
বসে আছে মুখ ভার
একটা বউতো তার জন্যি
করতে পারো যোগাড়
মায়া নাকি শাকিল নাম তার
মহানন্দে থাকে
মনের ভিতর মাবুদ জানে
কিসের ছবি আঁকে!
পথহারা মানব শুনলাম
পথের দিশা পাইছে
তাই বুঝি তাই সামুর মানব
সুখের গানটি গাইছে।
জানি নাকো কারো খবর
তোমার খবর বটে
ভালবাসি সবাইকে হায়
মিথ্যে নয়কো মোটে।
সময় আমার বড্ড অল্প
দুনিয়াটা ঘুরি
ইচ্ছে লাগে তোমার মতো
হতে ইচ্ছে ঘুড়ি।
কোথায় আছো কেমন আছো
জানিয়ো কো তুমি
কোন্ সে দেশে আছো? দখল
করছো কার মন ভুমি?
কত কিছু লিখছি আপি
ক্ষমা দিয়ো আমায়
সময় বুঝি এবার এসে
এখানটাতেই থামায়
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২