কিপটা পোলা করছে কি হায়
সবজি দিয়া গাড়ি সাজায়
ব্যান্ড বাজনা সকল ফেলে
পাতিল দিয়া ঢোল যে বাজায়।
বেনারসি দেয়নি কিনে
বউরে দিছে পাতার শাড়ি
লোকালয়ে বাড়ি নাই তার
জঙ্গলে এক করছে বাড়ি।
পাগড়ি পরে নি মাথায় সে
খেজুর পাতার পড়ছে টুপি
কিপটা মানুষ লুঙ্গি পড়ে
বিয়ে করতে যাচ্ছে চুপি।
দাওয়াত দিছে পিঁপড়া পোকা
পায়নি দাওয়াত কোনো মানুষ
টাকার থলে লুঙ্গির গিঁটে
স্বপ্ন সুখে উড়ায় ফানুস!
খিকখিকানি হাসি দিয়ে
একলাই উঠে বিয়ার গাড়িত
পিঁপড়া পোকা নিয়ে বেটা
হাজির হয় সে বিয়া বাড়িত!
সেণ্ডেল পায়ে নয়া জামাই
লোকে দেখে চুপি হাসে
কেউবা আবার মুখ ফিরিয়ে
ব্যঙ্গ করে খুক খুক কাশে!
কন্যার মায়ে পিঁপড়া দেখে
কান্দে গালে হাতটি দিয়ে
এমন কিপটা জামাই বুঝি
তার মেয়েরে যাবে নিয়ে।
লুঙ্গি পড়া জামাই বসে
শীতল পাটির পিঁড়ি পেতে
সাগোরানা দিতে দিতেই
গাপুস গুপুস লাগল খেতে!
হা করে হায় দেখে সবাই
এমন জামাই ক্যামনে এলো
কনের বাবার মাথা গরম
লাগতে থাকে এলোমেলো!
কনে যখন পাশে বসে
জামাই খালি সরে আসে
লাজুক জামাই মুচকি হাসে
মত্ত হলো স্বপ্ন চাষে।
কবুল বলো জামাই বেটা
ঘুমায় গেছো নাকি বাপু
মাতায় থাপ্পড় দিয়ে জাগায়
পাশে তার এক জেঠাস আপু!
কবুল কইলে -সে,কয় করপুল
হায় রে হায়রে হইল একি
জামাই বেটা তোতলা বুঝি
চক্ষু দুইটা ট্যারা দেখি!
রাগে দুক্ষে কনের বাপ মা
কামের বেটি সাজায় কনে
করপুল কইয়া বিয়া হই যায়
কিপটা ট্যারা বেটার সনে।
বদের হাঁড়ি কিপটা জামাই
আয়নায় সে কনে দেখে
অচেনা এক কালো মেয়ে
কনে তো অন্য কেউ ঠেকে!
বুঝতে পেরে লুঙ্গি তুলে
বিয়ে ফেলে পালায় দৌঁড়ে
টাকাগুলো বাঁচল বলে
কিপটা জামাই আছে ঘোরে।
চিরকুমার কিপটা পোলা
বিয়ে হলো টাকার সাথে
ছেঁড়া কাথা গায়ে দিয়ে
বউয়ের স্বপ্ন দেখে রাতে!
পুনশ্চ :
জামাইর সাথে ছিলো আরো
মানব লিটন ভৃগু গেমু
একেকটা বদ বড্ড কিপ্টা
বাড়লে বেশী কইয়া দেমু ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩