তা-মীম ক্লাস টুতে পড়ে এবার থ্রিতে উঠবে । বর্তমানে পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন সময়েও তার আকাআকি বন্ধ হয়নি। একেই যাচ্ছে কিন্তু সবই গাড়ি। সে গাড়ি পাগলা ছেলে আমার হাহাহা। সে বলে মা-গাড়ী এক্সিডেন্ট হলে মানুষের জন্য মায়া লাগে না তবে গাড়ি ভেঙ্গে যায় দেখে কান্না লাগে। আরো বলে আহারে সব গাড়ি যদি ছোট করা যেতো তবে কোলে নিয়ে রাখতাম। গাড়ির আগাগোড়া কোথায় কি আছে। কোন কোম্পানীর কোন গাড়ি। সে নিমেষেই বলে দিতে পারে সব গাড়ির নাম। কি জানি বড় হয়ে গাড়ির দোকানই না খুলে বসে পাগলা ছেলেটা।
জেরী কথায় না হেসে পারা যায় না....
খবরে প্রধান মন্ত্রিকে দেখে বলতেছে মা, আমি হাসিনার কোলে উঠব, রীতিমত বায়না....
আজ হিন্দি সিনেমা ইয়া মোটা মাস্তানকে নাচতে দেখে বলতেছে, আমি অই বেটার কোলে উঠব, আমি হাসি থামাতে পারিনা, বল্লাম, বাবা তোর মাথায় এইসব উদ্ভট কথা আসে ক্যামনে...
সে বলে, মা-কিছু মানুষকে দেখলে সফট মনে হয় হা হা হা লও ঠ্যালা July 26, 2014 at 9:00pm
২। বাড়ি ঘর সাথে গাড়িটাতো থাকবেই (গাড়ি পাগলা ছেলে)
July 27, 2013 at 7:44pm •
একটু আধটু ব্যথা পেলে জেরী বলে মা ব্যথা পাইছি
খেয়াল না করলে বা আদর না করলে সে সময়
সে এতই কস্ট পায় আহারে sad
কেঁদে কেঁদে বলে মা আমার জন্য চিন্তাই করে না :'( :'( :'(
তখন একশটা আদর দেই......
সাথে সাথে ব্যথা কমে যায় আবার সেই দুষ্টামি শুরু হয়.
৩। নদীর পাড়ে বাড়ি ঘর । এবার গ্রাম আর নদী
ল্যাপটপে গেইম খেলায় আপাতত মত্ত
....... মা- আমার যদি চারটা চোখ থাকত .... ভাল হত
দুই চোখ স্ক্রীনে রাখতাম আর দুই চোখ রাখতাম কী বোর্ডে
স্ক্রীনে তাকাইতে গিয়া কী বোর্ডে উল্টা পাল্টা টিপ দিয়া দেই.... sad
August 28, 2013 at 11:04am
৪। তা-সীন এপার্টমেন্ট smile (ভাইয়াকে এপার্টমেন্ট বানায় দিলো)
সোনাপুতুল সোনাপুতুল....... বলে ডাকছি তো ডাকছিই কোন জবাব না
..... তা-মীম তা-মীম বলে জোড়ে ডাক দিছি, কোন জবাব নাই.......
পাশের রুমে সবই শুনতে পাইছে.. একটু পরে আমার কাছে
আসলে বললাম বাবা এতক্ষন ডাকতেছি জবাব দেও না
যাও তোমার সাথে কথা নাই, মা-আমার হাত বিজি
ছিল, -হাত বিজি ছিল কিন্তু মুখ তো বিজি ছিল
না, -মা তুমি বুঝো না কেনো..... দুইহাত
দিয়ে চিপস খাচ্ছিলাম তাইলে তো
মুখও বিজি ছিল........
এই ছেলেরে নিয়া যে কি করুম....... মনে হয় ঠোটের আগায় কথা আইস্যা থাকে
৫। মায়ের আলমারী যখন ক্যানভাস
একটি যুদ্ধের প্রস্তুতি
জেরী বলতেছে মা, পরীক্ষায় যদি একটা মোবাইল গেইম সাব্জেক্ট থাকতো তাহলে অনেক ভাল হতো, আমি চাচ্চুর মোবাইল নিয়ে পরীক্ষায় যাইতাম তারপর গেইম অভার করে মেডাম দেখিয়ে ফার্স্ট হয়ে যেতাম :-D :-D
৬। শেষমেষ কারের দোকানই দিয়ালছে আলহামদুলিল্লাহ
তাও দোকান হল আলমারিতে
তা-মীম এর স্বপ্ন
. . . . . . . . . . . . . . . . . . . . .
মা, আজকে ডাকি দাদু বাড়িতে
অনেক সুন্দর ধান খেত
চারি দিকে ফুলের বাগান
অনেক সুন্দর অনেক ভাল লাগছে মা।
-আমি তোমার সাথে ছিলাম তো বাবা
-না
-আরে চিন্তা করে দেখো আমি ছিলাম তো, সাথে ছিল ক্যামেরা, আমরা অনেক ছবি তুলেছি ফুল প্রজাপতি পাখির
-না মা, তুমি তো বাড়ির ভিতরে ছিলা
-ওই ব্যাটা যে স্বপ্নে মা নাই চাই স্বপ্ন দেখ কেন হুম
-আচ্ছা মা এখন থেকে তুমি সাথেই থাকবে। তুমি ছবি তুলবে আমার, ফুলের আর আমি তুলবো তোমার এখন খুশি। . .
-অনেক খুশি . . . অনেক অনেক
-হইসে থাম খিদা লাগছে ভাত দাও।
-ওকে
৭। অটোডেস্ক স্কেচবুক ডাউন লোড করার পর অনেক ভেবেছি কি আঁকব কি আঁকব, অবশেষে কিছুই আঁকতে পারি নি। কাল তা-মীম এটা হাতে নিয়েই এই দৃশ্যটি এঁকে ফেলে আঙ্গুলের টাচে।
দুই বন্ধু পার্কে বসে
৮। গ্যাস নিচ্ছে কার
৯। কিউএফসি টাওয়ার
১০। হা হা হা
জেরী এটা এঁকে আমাকে দেখিয়ে বলেমা, লোকের পেট ব্যথা করে দেখো, মুখ দিয়ে আহ আহ বেরোচ্ছে
১১। কিউ এফ সি ব্যাংক
উদ্ভোদন করেন কাজী ফাতেমা ছবি
ফিন্যান্সড বাই তাম এন্ড কোং
১২। কম্পিউটার লাগে না সে খাতায় নিজেই ফন্ট চেঞ্জ করে ফেলছে big_smile বলে মা দেখ অন্য ফন্টে লিখছি
১৩। তাম হাসপাতাল
১৪্। মা দিবসের গিফট ছিল
১৫। অবশেষে টুক্কুস ট্রেনও এঁকে ফেলেছে
সিলেট থেকে আসতেছে
লাভিউ টুক্কুস
১৬। পরীক্ষার চলাকালীন সময়েও চলে আকাআকি
১৭। খেয়োয়াড়
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪