১/
ইজি কাজে বিজি আছে
মিয়া তুমি জেসন
সবার চিপায় পড়ে এলা
ধরছো নতুন ফ্যাশন।
উত্তর দিয়ো ত্বরা করে
লুকিয়ো নাকো মুখ
তুলোধুনো দেখে বাচা
আহা আহা কি সুখ!
শায়মা আপি লিটন ভায়া
ছাইয়ে মাখা হাতে
কলার চেপে ধরেছে আজ
পাঙ্গা তাদের সাথে?
কি যে করো ভেবে না পাও
পথ হারিয়ে পাগল
হাজার পাত্রী নিয়ে হাজির
খুলো মনের আগল।
বিয়ে তোমার এবার হবে
দাওয়াত খামু মৌজে
অই যে দেখো বসে আছে
চোখ কানি এক বউ যে
শায়মা আপি এঁকে দিছে
তোমার বউয়ের ছবি
এতো সুন্দর বউকে দেখে
হতে পারো কবি।
পালিয়েছো তাই কি ডরে
ব্লগে ঢুকো না কো
মারছে সবাই- শুনছি তুমি
হাসপাতালই থাকো?
জাউভাত খেয়ে নাকি
কাটে দিবারাতি
হায়রে ভাইয়া কেমন আছো
জানতে চায় যে জাতি?
রিপ্লাই দিয়ো নইলে কিন্তু
বউ পাঠাবো খামে
কানি বউটা পেয়ে তোমার
দেহ ভিজবে ঘামে
লিটন ভাইয়া ভৃগু ভাইয়া
এদিক আসেন দেখি
জেসন মিয়া ভান ধরেছে
সেজে আছে মেকি।
সবার পিছন লেগে লেগে
নিজেই গেছে ফেঁসে
ধীরে ধীরে লুকোচুরি
পিছন গেলো কেশে।
শায়মা আপির কাছে শুনছি
কেমন ছিলে তুমি
এমন কথা শুনলে বাচা
মুখে আসে বমি।
ইভটিজিং করেছিলে হায়
থার্টিন থেকেই শুরু
ওরে বাবা তুমি দেখি
প্রেম পিরিতির গুরু।
নানী চাচী খালা শালি
সবার প্রেমে মজে
এখনো সেই অভ্যাসে হায়
আছো প্রেমির খুঁজে।
মজনু ফরহাদ আর কতকাল
বিয়ের বয়স গেলো
তাই বুঝি তাই এই বয়সে
মাথা এলোমেলো।
সোজা পথে এসো বাঁচা
বিয়ে করার পালা
বুঝবে এবার কেমন লাগে
পিছে লাগার জ্বালা
২।
শায়মা আপি একখান কথা
শুনো এদিক দেখি
জেসন মিয়ার বাড় বেড়েছে
আবোল তাবোল সেকি!!
বিয়ার বয়স যাচ্ছে চলে
কারোর নাইকো খবর
কয়দিন আর সে- থাকে বলো
করে থেকে সবর!
সবার পিছন লেগেছে তাই
বুঝতে পারছো নাকি?
পারছি শুধু বুঝতে আমি
বুঝার নাইকো বাকি!
একবার লিটন একবার ভৃগু
তোমার পিছন লাগে
বিয়ের কথা ভেবে ভেবে
চুল ছিঁড়ে তার রাগে।
নিজের বিয়ের কইতে কথা
লজ্জায় যে যায় মরে
কেমন করে পাগলা জেসন
বউ তুলবে সে ঘরে।
চিন্তায় মাথা টাক্কু হলো
চোখের নিচে কালি
মেজাজটা তার রুক্ষ বড্ড
সবারে দেয় গালি।
হাসি খুশি সেই ছেলেটা
নামটা যে তার জেসন
হর হামেশা করত শুধু
নানা রকম ফ্যাশন!
ফ্যাশন করে লাভ কি হলো
যৌবন ঘূণে খেলো
ললনাদের পিছু ঘুরে
প্রেম কই আর সে পেলো!
আহা দুঃখ মনের মাঝে
কান্দে জারে জারে
বিয়ে বিয়ে করে পাগল
শত প্রলাপ ছাড়ে!
ও আপু গো শুনো কথা
কত পরী আঁকলে
একটা পরী দাওনা দিয়ে
তোমার কাছে থাকলে!
লিটন ভাইয়া মাশকুর ভাইয়া
করেন কেনো এমন
বউ এক দেন না খুঁজে
পেত্নি যেমন তেমন!
খুঁজলে খুঁজেন হালি দুয়েক
আরো আছে বর যে
গেমু মায়া রাতুল মানব
কেউ সইছে না তর যে।
বিয়ে খাবো বরের সাথে
হবো আবার যাত্রী
দেরী করো না শায়মা পি
খুঁজো কয়েক পাত্রী!
তুমি আপু একা তো নও
সাথে আছি আমরা
বিয়ে টা না করলে তাগো
ছিঁড়ে ফেলবো চামড়া।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৭