এখানে কিছু ফুলের ছবি নংসিংদী হলি ডে পার্ক থেকে উঠানো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে বেরোনোর সময় তা-সীনের বাপরে লুকাইয়া কয়েকটি ক্লিক দিয়েছিলাম। প্লাস পড়েছিল ফুলগুলোতে। ক্যামেরা ছিল ক্যানন ৬০০ডি। কিছু মানুষ আছে যাদের সাথে গেলে ছবি উঠাতে পারি না। মেজাজ গরম হয়ে যায় তখন । ক্যামেরা কিনেছিই প্রকৃতির ছবি উঠানোর জন্য। কিন্তু মনের মতো কোথাও গিয়ে ছবি উঠাতে পারি না । অবশ্য সুন্দর ছবি তুলতে গেলে স্থির থেকে সময় নিয়ে তুলতে হয় অথচ সে সময়টা আমার হাতে কখনো থাকে না। তাড়াহুড়োতেই ছবি উঠাতে হয়। কারণ বেড়াতে তো আর একা যেতে পারি না সাথে বদের হাড্ডি থাকে যার দরুন ছবি উঠানোতে মজাই পাই না হাহাহা। যাই হোক তো দেখুন ছবিগুলো .........
১। তোমার কাছে আমার চাওয়া তো কিছুই ছিল না, যখন পিছু ফিরে দেখি তুমি ব্যস্ত ইট পাথরের যান্ত্রিক জীবন নিয়ে। অথচ ফিরে দেখো এখানে ফুটে আছে কত না মুগ্ধতা। আর কি চাই বল? একবার তাকিয়ে মুগ্ধ হও মেঘ। মেঘ তুমি ফুল ভালবাসো। তবে আমি যখন শেষ যাত্রার যাত্রী হবো নিথর থাকব তখন এমন দুধ সাদা ফুল দিয়ো শিয়রে আমার..... আমি হয়তো দেখবো অন্তিম মুহুর্তে আবারো মুগ্ধতা নিয়ে।
২।
নাকে কানের গড়িয়ে দাও
আমায় ফুলের গয়না
আরো দিয়ো খোপায় গুঁজে
দেরীতো আর সয়না।
দুধ সাদা সে ফুলে ফুলে
বানিয়ে দাও মালা
কই গো ও মেঘ শুনছো নাকি
কানে মারছো তালা!
শুনবো না আর কোনো কথা
ফুলের গয়না চাই গো
সাদা ফুলের ঘ্রাণে ঘ্রাণে
ছোঁয়া যেনো পাই গো
৩। মেঘ এই দেখো এ আমার খুব পছন্দের কালার । গোলাপী আর দুধ সাদা রঙ মিলেমিশে একাকার। কখনো একটি ফুল যদি দাও তবে এই ফুলই দিয়ো উপহার আমায়।
৪।
কত রঙের ফুল যে আছে
আমার সুন্দর ধরাতে
ফুটে থাকে ঝড় তোফানে
কিংবা অথৈ খরাতে।
৫।
এ যে আমার মুগ্ধতার রঙ। দিবে কি এনে আমায় একশত দুইটি গোলাপী ফুল। তুমিই একবার মুগ্ধতায় তাকিয়ে দেখো কতটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে গোলাপী আভায়। মন ভাল করে দেয়ার জন্য এই একটা মুহুর্তই চাই smile
৬।
বন পুড়িয়ে গেলেও কিন্তু
পুষ্প পুড়ে হয় না ছাই
হাওয়ায় উড়ে পাপড়িগুলো
মুগ্ধতায় তাকে পাই।
[img|http://i.imgur.com/mxJEpBX.jpg
৭। মেঘ এই ফুলের মতই হৃদয়টাও যেনো পুড়ে ছাই। কি যে দু:সহ যন্ত্রণা সেকি তুমি বুঝবে না আমি বুঝতেছি পুষ্পের ক্রন্দন
ঝরে যাওয়ার আগেই সে ঝরে গেলো নৃশংসতায় একেবারে তনুর মতই যেনো আহ্
৮।
মেঘের বুকে রোদ্দুর যেমন
সবুজের বুকে লাল
সেঁটে থাকে রোদ্দুর যেমন
লালও যে মিলায় তাল।
লালসবুজের ভালবাসা
চির অম্লান থাকবে
রোদ্দুর রাণী মেঘের বুকে
তার স্বপ্নটা আঁকবে।
৯। এটা আমার রঙ বসন্ত। জানো মেঘ প্রতিটি ঋতুই আমার বসন্ত যেনো। আমি কখনো মুষড়ে পড়ি না । আমি ভেঙ্গে পড়ি না। আমি জরাজীর্ণতায় আক্রান্ত হই না। আমি ভালবাসি মুগ্ধ হতে। আমি উড়ি রং বসন্তে একাই। হাওয়ায় দিয়ে বসন্ত শাড়ি উড়িয়ে। তুমি কি উড়বে আমার সাথে মেঘ?
১০।
দেখো দেখো চেয়ে দেখো
গোলাপী রঙ ছড়িয়ে
মিশে আছো তুমি যেনো
পড়ছো হেসে গড়িয়ে।
মুঠোয় তোমায় পুড়বো আমি
জামায় রঙ ছড়াবো
গোলাপীর আভাতেই তোমায়
আমি বুকে জড়াবো।
১২।
খয়েরী টিপ দিয়ো পড়িয়ে আমায়। আর গাড়ে জড়িয়ে দিয়ো সবুজ শাড়ি। তুমি পরে নিয়ো কলাপাতা রঙ ফতোয়া। চল আবার বসন্ত আনি। আনবে?
১৩।
রঙে রঙে ভরিয়ে দিবো
তোমার কোমল মন খানি
ভালবাসবে অনায়াসে
নিবে জানি কাছে টানি।
১৪।
মেঘ, ভালবাসা কখনো টক হতে দিবানা, বা ঝাল কিংবা মিষ্টি। তাতে লবণ দিয়ো স্বাদ বাড়বে বৈ কমবে নাকো। যদি পাশে থাকো কথা দিলাম আমি তোমাকে নুনের মতই ভালবাসব টক নয়কো।
উৎসর্গ-মেঘ
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪