©কাজী ফাতেমা ছবি
শ্রদ্ধার সাথে স্মরণ করি
কবি তোমার জন্মদিনে
মনে হরদম বাজনা বাজে
তোমার সুরের মধুর বীণে।
আসানসোলের চুরুলিয়ায়
গরীব পরিবারে জন্ম
দৈন্যদশাও পারেনিকো
আটকাতে সাহিত্যের কম্ম।
তুমি মোদের মহান কবি
গল্প কবিতায় তোমায় পাই
গানের বুলবুলি ও নজরুল
মনানন্দে তোমার গান গাই
ধুমকেতুর মতই তোমার
আবির্ভাব বাংলা সাহিত্যে
তোমার লেখা গান কবিতা
সুখের ছন্দ আনে চিত্তে।
বিদ্রোহী কবিতা শুনলে
শিরায় শিরায় উঠে ধ্বণি
ঝাঁকড়া চুলের নজরুল তোমার
জয়ধ্বনি আজো শুনি।
প্রবন্ধ নিবন্ধ গানে গল্পে
পা ফেলতে করোনিকো ভুল
তোমার আমার সবার প্রিয়
তিনি কবি কাজী নজরুল।
দু:খে ভরা জীবন ছিল
বুকে ভরা শত ছন্দ
সত্যের বাণী লিখতে কভু
মনে ছিলো নাকো দ্বন্দ্ব।
সাম্যের কথা বলতে গিয়ে
কারাভোগে নোয়-নি মাথা
উঁচু করে রেখে গেছো
বাংলা সাহিত্যের-ই পাতা।
সুরে সুরে মধুর স্বরে
শুনি তোমার কণ্ঠের ধ্বনি
শুন শুন ইয়া ইলাহি গান
বুকে তুলে বজ্রধ্বনি।
হাজার সুরের হাজার গানে
মনের মাঝে বাজনা বাজে
মরেও তুমি রইলে কবি
অমর হয়ে মোদের মাঝে।
ইসলামী সঙ্গীতের সুরে
গেয়েছিলে স্রষ্টার কালাম
হে মহান কবি জন্মদিনে
জানাই তোমায় শত সালাম।
অমর তুমি মোদের কাছে
শ্রদ্ধা জানাই তোমার তরে
সুখশান্তিতে থাকো তুমি
চিরআঁধার গোরের ঘরে।
(প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখা অনেক কঠিন। তবুও এটা চেষ্টা মাত্র এবং তাকে ভালবাসার নির্দশন জানি ছন্দ ধাক্কা খাবে তবু প্রকাশ করলাম প্রিয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে)
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:২০