আজও নিয়ে আসলাম আরো কিছু মোবাইলগ্রাফীর ছবি....... অন্যান্যদিনের মতো আজো শুধু ফুলের ছবি
নয়ন তারা আর কাঠবেলী...... এরা গন্ধ বিলুতে না পারলেও চোখ জুড়ায় দেখলে ওদের তা বলার অপেক্ষা রাখে না। এরা যেকোনো জায়গায় জন্মগ্রহণ করে দিব্যি ফুল ফুটাতে পারে। উর্বর অনুর্বর কাদামাটি কিংবা বালিমাঠি সবজায়গাতেই এদের জন্মাতে দেখা যায়। নয়নতার ফুল কিন্তু গোলাপী রংয়েও হয় আবার সাদাও। আর কাঠবেলীকে আমি সাদাতেই দেখেছি।
এদের সম্পর্কে আর বলার কিছু নেই......... একই ফুলের অনেকগুলো ছবি।
১। পবিত্র রঙের ছোঁয়া কে না পেতে চায়..... তবে ওদের সেখানেই থাকতে দেই (নয়নতারা)
২। ঝরে যাওয়া নয়নতারা ঝুলে আছে কাটাসমেত গাছে
৩। সবুজকে আঁকড়ে ধরে ওরা শুভ্রতায় ফুটে থাকে
৪। একটু দূরে থেকে
৫। নয়নতারার বাগান। ঝাঁকে ঝাঁকে ফুটে আছে শুভ্রতায় পবিত্রতায়। মন ভরে যায় দেখলে।
৬।
৭।
৮।
৯।
১০। এরা কিন্তু কাঠবেলী, এদের কলি দিয়ে খোঁপার মালা বানানো হয়
১১।
১২।
১৩।
১৪।
১৫। কাঠবেলী
১৬।
১৭।
১৮।
[img|http://i.imgur.com/YjHpyJh.jpg
(দুইদিন ছুটি ছবিব্লগ করতে পারব না তাই আজই দিয়ে দিলাম বিরক্তিকর পোস্ট )
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৭