যে ভালবাসেনা তোকে; তুই বাসিস না
যে হাসেনা তোর জন্য; ভুলে হাসিস না
যে ফিরেও তাকায় না; তুই তাকাবি না
শুন, তার মনে তোর ; ছবি আঁকাবি না।
যে তোকে বুঝেনা কভু ; তুই বুঝিস না
তার চোখে কভু তুই; তোকে খুঁজিস না
যে তোকে এড়িয়ে যায়; পাগল হোসনা
প্রবোধ দে তোর মনে; সে তার দোষনা।
ভালবাসা অপছন্দ; যার যার মনে
প্রকাশ যার যেমন; সুখ আবেদনে
জোর করে হয় নাতো; এ জগতে কিছু
কেনো মানুষ অযথা; নেয় তার পিছু।
তোরে যে ভালবাসবে; তুইও বাসিস
তার দু:খেতে কাঁদিস আর সুখে হাসিস।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:২১