এই ছবিগুলো ক্যানন ডি৬০০ দিয়ে উঠিয়েছি........ সেদিন স্বাধীনতা দিবসে এসেছিলাম আলোকসজ্জ্বা দেখতে.. আমাদের অফিসে । কাছে বাসা হওয়াতে এবার আসতে পেরেছি। আগে অবশ্য বের হয়নি আলোকসজ্জ্বা দেখার জন্য। আলোকসজ্জ্বার অনেক ছবি উঠাইছি কিন্তু নেটে আর দেয়াই হয়নি। ক্যামেরার অনেক ছবিই আজ অবহেলায় পড়ে আছে। সময়ের কারণেই তা বলা যায়..... এই ফুলগুলো আমাদের অফিসেই ফুটে ছিল সেদিন/.......... সেখানে কোন আলো ছিলনা তাই নির্দিষ্ট ফোকাসে ছবি উঠাতে ব্যর্থ হই। শুধু ফ্লাস লাইটের আলোতেই ছবিগুলো এমন হাসি দিয়ে উঠেছিল ফুলের মতই। অবশ্য এই ফুলের নাম আমি জানিনা ...... এর কোন ঘ্রাণ নেই তবে ফুলগুলি চোখের সুন্দর এবং আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মাটির সাথে বিছানো ফুলের গালিচায় কে না হারাতে চায়......... যেহেতু একই ফুলের অনেকগুলি ছবি সেহেতু নিচে আর বর্ণনা দিতে গেলাম না। মাঝে অন্য কয়েকটি ফুলের মধ্যে শুধু গোলাপকেই চিনি..... তার সাথে আমার চেনাজানা বহুদিনের তাই হয়তো দূর থেকেও তার ঘ্রাণ আমার নাকে লাগে....... তো দেখতে থাকুন ফ্লাস লাইটের আলোতে রঙ বেরঙের ফুলের সমাহার...... ভাল লাগলে লাগতেও পারে.........
১। এই ফুলের নাম জার্বেরা ( কামরুন আপা বলেছেন মন্তব্যে)
২। ডায়ান্থাস ফুল (কামরুন আপার মন্তব্য হতে)
৩। রাতের আঁধারে ডায়ান্থাসগুলো এভাবেই চুপি চুপি হাসতে থাকে যা আমরা দেখি না ।
৪। ক্যামেরার ফ্লাসে ডায়ান্থাসগুলো এভাবেই হাসছিল
৫। ডায়ন্থাস
৬। ডায়ান্থাস
৭। ডায়ান্থাস
৮। ডায়ান্থাস
৯। লাল গোলাপ
১০। বাগান ভর্তি ডায়ান্থাস ফুল.. এদের হাসিটাও চমৎকার
১১। লাল গোলাপ
১২। আবারো ডায়ন্থাস
১৩। জার্বেরা
১৪। জার্বেরা লজ্জায় নুয়ে পড়েছে
১৫। ডায়ান্থাস
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪। সবুজের বুকে লুকিয়ে আছে লাল
২৫। গোলাপ
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩