পাশ্চাত্য দেশগুলতে বিতর্কের কোন শেষ নেই । ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা থেকে শুরু করে চন্দ্রাভিজান পর্যন্ত রয়েছে বিতর্ক । কিছুদিন আগে শুনলাম টাইটানিক ডোবা নিয়েও প্রচলিত আছে একটি কন্ট্রভারসি । আজকে আমাদের প্রিয় নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে একটি বিতর্কের কথা বলব ।
উইলিয়াম শেক্সপিয়ার
কন্ট্রভারসিটি হচ্ছে – যাকে আমরা নাট্যকার শেক্সপিয়ার মনে করি সেই কি প্রকৃত শেক্সপিয়ার ? নাকি অন্য কেউ তার লেখা শেক্সপিয়ারকে অ্যাট্রিবিউট করত , অথবা শেক্সপিয়ার এর ছদ্মনামে লিখত ?
কয়েকটি সূত্র থেকে জানতে পারি , তার মৃত্যুর পর তার বাসায় কোন পাণ্ডুলিপি পাওয়া যায়নি । এতবড় একজন সাহিত্যিকের কাছে কোন পাণ্ডুলিপি এমনকি কোন নোট পাওয়া যাবে না ব্যাপারটি স্বাভাবিক নয় ।
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কে হতে পারে প্রকৃত শেক্সপিয়ার এর সাহিত্তের দাবীদার । এ বিষয়ে বহু মতামত প্রচলিত আছে । Oxfordian theory of Shakespeare authorship অনুযায়ী এডওয়ার্ড ডি ভেরিকে শেক্সপিয়ার সাহিত্তের প্রকৃত স্রষ্টা বলে ধরে নেয়া হয় ।
এডওয়ার্ড ডি ভেরি
এ বিষয়ে ২০১১ সালে Anonymous নামক একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল । চলচ্চিত্রের ট্যাগলাইন – was Shakespeare a fraud ? যেখানে এডওয়ার্ড ডি ভেরিকে শেক্সপিয়ার এর নাটকের প্রকৃত লেখক হিসাবে দেখান হয়েছে ।
এগুলো ছাড়াও শেক্সপিয়ারকে ঘিরে বিতর্ক প্রচলিত আছে , যেমনঃ
১। তার মৃত্যুর প্রকৃত কারন কি ছিল ?
২ ।তার অধিকাংশ সনেটে সুদর্শন যুবকের প্রতি উগ্র ভালবাসা প্রকাশ পায় – এ নিয়ে অনেক শেক্সপিয়ার গবেষক মনে করে থাকেন , তিনি হয়তবা পুরুষের প্রতি বিকৃত যৌন মন মানসিকতার অধিকারি ছিলেন ।
৩। কিছুদিন আগে এক গবেষণায় প্রকাশ পায় , তিনি আলুর ব্যবসায় ট্যাক্স ফাঁকি দিতেন , অর্থাৎ দুর্নীতিগ্রস্থ ছিলেন ।
প্রকৃত সত্য হচ্ছে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে খুব কমই জানতে পেরেছি ।
সূত্রঃ
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১