বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন চলছে। সাইন্স ল্যাব থেকে উত্তরা কোথাও বাদ নেই। পেপার আর টিভি খুললেই দেখা যায় আজকের টুকরো ছবি। শ্রমজীবীরাও ছাত্রদের সাথে রাস্তায়, আছেন অভিভাবক, ডাক্তার, শিল্পী, আইনজীবি। যেই রিক্সাওয়ালার ছেলে মারা গিয়েছিল সেই রিক্সাওয়ালাও হয়তো আছে। হয়তো একা নন দলবল সহকারেই আছে।
ইসিবি চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন শিক্ষকেরা।ধানমন্ডির আবাহনী মাঠের সামনে শিল্পীদের ব্যতিক্রম প্রতিবাদে সাড়া দিচ্ছে সাধারণ জনতা।
ওবায়েদূল কাদের চৌধুরী বলেছেন 'ছাত্রদের সাথে সরকারের বিরোধ নেই। '
ছয় সমন্বয়ক বিবৃতি বলেছে ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দিইনি। সাইন্স ল্যাব থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে।
শ্রদ্ধেয় সোনাগাজী আপনি ঠিকই বলেছিলেন। এরা 'সাধারণ ছাত্র' না। আপনি একদম ঠিক। এরা 'অসাধারণ'।