#প্রফেসর_শঙ্কু
Book Review:♥️♥️♥️♥️♥️
প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র।সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেন।পাঠক মহলে ফেলুদার পরেই প্রফেসর শঙ্কুর অবস্থান। বাংলা সাহিত্যে প্রফেসর শঙ্কুর আবির্ভাব ১৯৬১ সালে সন্দেশ পত্রিকায় ব্যোমযাত্রীর ডায়রি নামক শীর্ষক গল্পে।মুহূর্তেই জনপ্রিয়তা অর্জন করেন এই আত্মভোলা বিজ্ঞানীটি ।শঙ্কু সিরিজের গল্পগুলি প্রোফেসর শঙ্কুর জবানিতে দিনলিপির আকারে লিখিত। শঙ্কু সিরিজে মোট ৩৮ টি সম্পূর্ণ ও ২ টি গল্প রয়েছে।
গত সপ্তাহে অনেকটা ভুল করেই পড়ে ফেলি প্রফেসর শঙ্কু ও হিপনোযেন গল্পটা। এর পর থেকেই আমি প্রফেসর শঙ্কুর প্রেমে পরে যাই। একসপ্তাহে একই সিরিজের ২৬ টা গল্প পড়া আমার ক্ষেত্রে প্রথম। যারা সাইন্স ফিকশন বা অ্যাডভেঞ্চারের গল্প ভালোবাসেন বইটি তাদের মন জয় করতে পারবে এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। যারা পড়তে আগ্রহী তারা নিচের লিস্ট টি অনুসরণ করতে পারেন, না করলেও কোন অসুবিধা নেই।
*ব্যোমযাত্রীর ডায়রি
*প্রোফেসর শঙ্কু ও হাড়
*প্রোফেসর শঙ্কু ও ঈজিপ্সীয় আতঙ্ক
*প্রোফেসর শঙ্কু ও ম্যাকাও
*প্রোফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল
*প্রোফেসর শঙ্কু ও গোলক-রহস্য
*প্রোফেসর শঙ্কু ও চী-চিং
*প্রোফেসর শঙ্কু ও ভূত
*প্রোফেসর শঙ্কু ও খোকা
*প্রোফেসর শঙ্কু ও রোবু
*প্রোফেসর শঙ্কু ও রক্তমৎস্য রহস্য
*প্রোফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা
*প্রোফেসর শঙ্কু ও গোরিলা
*প্রোফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স
*স্বপ্নদ্বীপ
*আশ্চর্য প্রাণী
*মরুরহস্য
*কর্ভাস
*একশৃঙ্গ অভিযান
*ডক্টর শেরিং-এর স্মরণশক্তি
*হিপনোজেন
*শঙ্কুর শনির দশা
*শঙ্কুর সুবর্ণ সুযোগ
*মানরো দ্বীপের রহস্য
*কম্পু
*মহাকাশের দূত
*নকুড়বাবু ও এল ডোরাডো
*শঙ্কুর কঙ্গো অভিযান
*প্রোফেসর শঙ্কু ও ইউ. এফ. ও.
*আশ্চর্যন্তু
*প্রোফেসর রন্ডির টাইম মেশিন
*শঙ্কু ও আদিম মানুষ
*নেফ্রুদেৎ-এর সমাধি
*শঙ্কুর পরলোক চর্চা
*শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন
*ডাঃ দানিয়েলির আবিষ্কার
*ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যদ্বাণী
*স্বর্ণপর্ণী
*ইনটেলেকট্রন (অসমাপ্ত)
*ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা (অসমাপ্ত)
_________
কমেন্ট বক্স এ বইগুলোর ডাউনলোড লিংক দিয়ে দিব। আর যারা গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য গল্প গুলির অডিও লিংক ও দিয়ে দেয়া হল।
________
চরিত্র:::
•প্রফেসর শঙ্কু -- দেশ প্রেমিক বাঙালী বিজ্ঞানী ও আবিষ্কারক।বিহারের গিরিডি শহরে তার বাস।গল্পের প্রধান চরিত্র।
•নিউটন -- প্রফেসর শঙ্কুর বহুদিনের পোষ্য বিড়াল।
•প্রহ্লাদ -- প্রফেসর শঙ্কুর চাকর।
•অবিনাশ বাবু -- প্রফেসর শঙ্কুর প্রতিবেশী ও বন্ধু। অবৈজ্ঞানিক ও প্রফেসর শঙ্কুর বিপরীত চরিত্র। হাস্যরসাত্মক।
•আরও আছেন প্রফেসর শঙ্কুর বিভিন্ন দেশের বন্ধুরা।