দেশজুড়ে উন্নয়ন কর্মকাণ্ড
সত্ত্বেও তীব্র যানজটই বর্তমান
সরকারকে সমালোচনার মুখে
ফেলেছে বলে মন্তব্য
করেছেন ঢাকা উত্তর সিটি
করপোরেশনের মেয়র
আনিসুল হক। আজ রবিবার দুপুরে
রাজধানী বনানীর একটি
হোটেলে আয়োজিত এক
গোলটেবিল সভায় এ কথা বলেন
তিনি। ঢাকা মহানগর উত্তর সিটি
করপোরেশনের মেয়র
আনিসুল হকের উদ্যোগে 'নগর
ঢাকায় যানজট: উত্তরণের উপায়'
শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে
ছিলেন সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয়
সরকার প্রতিমন্ত্রী মো. মশিউর
রহমান রাঙ্গা, ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের মেয়র
মোহাম্মদ সাঈদ খোকন।
আনিসুল হক বলেন, 'সারা পৃথিবী
গবেষণা ও উন্নয়নে প্রচুর টাকা
খরচ করে। কিন্তু যানজট
সরকারের কাজগুলো সমালোচনায়
বদলে দিচ্ছে। আমার দায়িত্ব খুব
দ্রুত কিছু করা। অন্তত ৬ মাসে বা
এক বছরে যেন একটি সমাধান
দিতে পারি।'
তিনি বলেন, 'আমরা ইউ-লুপ করতে
৫টি জায়গা পেয়েছি, গাজীপুরে
একটিসহ মোট ৬টি জায়গা। সব জায়গা
আমরা ইঞ্চি ইঞ্চি করে
পর্যবেক্ষণ করেছি। কোথায়
কী করলে যানজট কমবে। এছাড়া
মাত্র দেড় কিলোমিটার করে রাস্তা
সব জায়গায় আলাদা করে দিতে
সেতুমন্ত্রীর কাছে সুপারিশ
করেন তিনি। এরপর বাস মালিকদের
কাছে আহবান জানান, নির্দিষ্ট স্থান
ছাড়া বাস কোথাও থামবে না-এটা
নিশ্চিত করে দিন।'
মেয়র আরো বলেন, 'ভুল
করতেও রাজি আছি, কিন্তু কিছু
করতে চাই। ভুল ইচ্ছাকৃত হবে না।'
তিনি বলেন, 'রিকশা, হকার, ফুটপাত
নিয়ে কাজ করার কথা আমাদের মাথায়
আছে। ফুটপাত তুলে দেওয়া
মুখের কথা নয়। অনেক শক্ত হাত
এর পেছনে। তবুও আমরা চেষ্টা
করছি।'