সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ এবং সচেতন ব্লগারদের, দেশপ্রেমিক ব্লগারদের ধন্যবাদ।
আজ দুই/তিন দিন যাবত রাজাকারদের উপস্থিতি বেশ কমেছে। এক জরিপে দেখলাম, প্রায় ২/৩ অংশ রাজাকার এখন আর ব্লগে উপস্থিত নেই। তবে ভালো লেখা এখনো তেমন পাওয়া যাচ্ছে না। আশা করছি এই দীনতা সত্বরই কেটে যাবে।
আমার আরেকটি আর্জি আছে। সেটা হলো- মুক্তচিন্তার নামে কিছু নিক এখনো অন্যের ব্লগে রাজাকারদের সমর্থনে মন্তব্য দিয়ে চলেছে। এটা বন্ধ করতে হবে।
একজন আমার বিগত একটি ব্লগে মন্তব্য করেছেন - রাজাকার চেনা যাবে কিভাবে? আমি সকলের সুবিধার্থে নিচে বর্তমান সময়ের রাজাকার চেনার কয়েকটি উপায় উল্লেখ করলাম :
১। যারা রাজাকার, জামাত, শিবির এবং ধর্মের নাম নিয়ে রাজনীতির কথা বলে।
২। যারা তাদেরকে সমর্থন করে।
৩। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে।
৪। যারা মুক্তিযুদ্ধকে সম্মান দেখায় না। বরং এটাকে নিয়ে একাধারে রাজনীতি ও বাণিজ্য করে।
৫। যারা একটি সরল যুক্তিকে বাঁকাভাবে দেখে এবং আক্রমণ করে অযথা এবং ধর্ম দিয়ে খোঁড়া খোঁড়া যুক্তি দেয়।
৬। যারা মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণের বিরোধীতা করে আবার ক্ষমতার লোভ ও টিকে থাকার স্বার্থে মহিলাদের নেতৃত্বকে মেনে নেয়।
ইত্যাদি..............
প্রয়োজনে আরো নিয়মগুলো লেখা যাবে। এগুলো
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২০