নদীর বয়ে চলা দেখেছো?
তিরতির করে বয়ে চলা নদী,
আবহমান কাল ধরে যেন তার পথ চলা,
কতটুকু ভালবেসেছি তাই জানতে চাও যদি,
বলি একবার দেখো ওর বয়ে চলা নিরবধি।
পুড়ে যাওয়া পাহাড় দেখেছো?
কেমন ঠায় দাড়িয়ে থাকে দহনের পরেও,
ওখানে পুড়িয়ে দেওয়ার কষ্ট আছে,
তবু আগলে রাখার স্মৃৃতি নিয়ে সে বাঁচে।
ঝড়ের তাণ্ডবের পরের প্রকৃতি দেখেছো?
শান্ত, স্নিগ্ধ - যেন পরাজয়ের ভারে মহিমান্বিত,
আমায় প্রশ্ন করো না আমি কেমন আছি,
আমি আমার দিবারাত্রি, সন্ধ্যে প্রভাত,
পরাজয়ের জপমালা জপি।