কিয়ামতের মাঠে মহান আল্লাহ তায়ালা প্রত্যেকটি মানুষের ইহকালের হিসাব নিকাশ করে মুমিন বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন এবং পাপি বান্দাদের জাহান্নামে নিক্ষেপ করবেন।
তবে আল্লাহ পাক কিছু বাক্তিদেরকে কোন হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে একটি হাদিসে বিস্তারীত উল্লেখ রয়েছেঃ-
হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.) ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক কোন হিসাব-নিকাশ ব্যতিরেকেই বেহেশতে প্রবেশ করবে।
তারা হলেনঃ
১. মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়-ফুঁক করায় না
২. অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না
৩. তারা শুধু তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। (বোখারি ও মুসলিম)।
এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা সুখে-দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর ওপর আস্থা রাখে, অবিচল বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর একমাত্র প্রিয় বান্দা। এর দ্বারা আরও প্রমাণিত হয়, আমাদের সমাজে প্রচলিত জাদুবিদ্যা, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, কবিরাজি ইসলাম কোনভাবেই সমর্থন করে না। কারণ এতে নাজায়েজ অনেক কাজও করা হয়। আল্লাহর ওপর কোনো রকম আস্থা থাকে না। থাকে কবিরাজের কারিশমা ও জাদুমন্ত্রের ওপর ,তবে চিকিৎসা করা সুন্নত। কারণ, নবী করিম (সা.) নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা নিয়াছেন।