লেখক
That Moment
যখন মা হঠাৎ ফোন দিয়ে বলে, কি ব্যাপার! কল টল দেয়াই যে দেখি একেবারে ভুলে গেলি!
অনুশোচনায় মাটিতে একদম মিশে যেতে ইচ্ছে করে!
এই পৃথিবীর প্রত্যেক মায়েরাই হয়তো সন্তানের মন বোঝার অপূর্ব এক ক্ষমতা অর্জন করার মাধ্যমেই 'মা' হয়ে উঠেছেন !
মায়ের অকৃত্রিম ভালোবাসা বুকপকেটে বয়ে বেড়াই অামি,হয়তো অামরা সবাই।
কোন কারণে মন উথাল পাথাল করে যখন, যখন ছোট্টছোট্ট দুঃখগুলোতে বুক ভাঙে, মন ঢেকে যায় বিষাদের সামিয়ানায়,তখুনি মায়ের মুখটা ভেসে ওঠে চোখের ক্যানভাসে! ইচ্ছে করে এক দৌড়ে বাড়ি ছুটে যাই...!
কিন্তু হায়!
নানা ব্যস্ততায়, ফেসবুকের অমোঘ ফাঁদে, বন্ধুর সঙ্গে রাতভর আড্ডা কিংবা ঘন্টার পর ঘন্টা ফোনালাপ শেষে মমতামাখা মায়ের সঙে অার হয়ে উঠে না কথা বলা! এনার্জি থাকে না গৎবাধা ‘কেমন আছিস,কি খাইছিস,’ টাইপ সংলাপ শোনার!
এই শহরের যান্ত্রিকতার জরাজীর্ণতায়, অার কেমন যেন এক পবিত্র মায়ার মায়াবী বিভ্রমে ক্রমেই ভুলে যেতে থাকি বাড়ি থেকে আসার সময় অশ্রুমোছা সেই ছিন্ন আঁচল অার সারাজীবন খাটুনি করে যাওয়া স্নেহ পলাতক একটা মলিন মুখের কথা...!
অথচ মা হয়তো বসে থাকে অাশায় অাশায়, হয়তো একটি শুধু ফোন কলের অাশায়, প্রতীক্ষা করে কত যে সকাল, অার কত দীর্ঘ দুপুর....
মা, অাজ থেকে প্রতিদিন একটিবার হলেও ফোন দিব, একবার করে হলেও কথা বলব। পাক্কা![/s!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ১:১৫