এটি কোন সিনেমার চিত্র নয় নয় কোন গল্পের কাহিনী ।
সিনেমার চিত্র আর যাই হউক এতোটা ভয়ানক হয় না।
সিনেমার গল্পে একসময় অন্যায়কারী ধরা পড়ে
কিন্তু এমন বাস্তব চিত্র আমার দেশে হাজারো ঘটে কিন্তু সেই ঘটনার কোন বিচার হয় না।
বিচারের নামে চলে দোষ এড়ানোর মহাউৎসব।
কে কার ঘাড়ে দোষ চাপিয়ে নিজের মাথা উঁচু করবে সেই দিকে যখন সবাই ব্যস্ত
তখন পাওনা টাকা বুঝে পেয়ে ভাড়াটে গুন্ডা আড়ালে বসে কষছে নতুন কোন চিত্র।
আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছিনা।
আমি বলছি আমার সমাজ ব্যবস্থার অধঃপতন দেখে যা অাদৌ কখনো বদলাবে কিনা জানিনা
তবুও মিছে আশায় বুক বাধিতে হয়- একদিন হয়তো বদলাবো আমরা
বদলাবে এ সমাজ এ দেশ কিন্তু সেইদিন আর মানুষের অস্তিত্বের বদলে মিলবে বাতাসে শত হাজার পচা লাশের গ্যাস!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১