প্রত্যেকের জীবনেই গোপন কিছু না কিছু থাকে যা তারা মানুষের সাথে শেয়ার করতে চায়না। আরো ভালো করে বলতে গেলে বলতে হয় কেউই চায়না তার প্রাইভেসি নষ্ট হোক। আপনার কেমন লাগে যখন কেউ আপনার মোবাইলটি দেখতে চায় এবং আপনি তাকে সেটি দেয়ার কিছুক্ষন পর দেখেন সে আপনার গ্যালারীতে ঢুকে আপনার অত্যন্ত গোপনীয়/ব্যক্তিগত ফাইলগুলো রসিয়ে রসিয়ে দেখছে? নিশ্চয় হয় সেই ব্যক্তিকে নয়তো নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করে? আর ফোন দেখতে না দেয়াটাও তো অভদ্রতা দেখায়।
আপনাকে এই ধরনের হঠাৎ এসে পড়া বিপদ থেকে রক্ষা করতে পারে নোভা ইপক সিস্টেমস এর মিডিয়া সেফ। এই অতি গুরুত্বপুর্ন এপলিকেশনটি আপনার সিমবিয়ান এস-সিক্সটি থার্ড এডিশন নকিয়া, এল-জি ও স্যামসাং মোবাইল এর সকল গোপনীয় ইমেজ, ভিডিউ, সাউন্ড ও নোট ফাইলগুলো লুকিয়ে রাখতে সক্ষম। ফাইল এনক্রিপশন খুবই সুরক্ষিত এবং দ্রুত। আপনি ইচ্ছা করলে ডিক্রিপ্ট করে আপনার লুকিয়ে রাখা ফাইলগুলো আবার গ্যালারিতে ফিরে পেতে পারেন। এছাড়াও থাকছে সকল ফাইল মিডিয়া সেফ থেকেই দেখার ব্যবস্থা। তো আর কেন রাগে নিজের চুল ছিড়া, আর কেন কপাল চাপড়ানো এখনই আপনার সেট এ মিডিয়া সেফ ইন্সটল করুন আর আপনার ব্যক্তিগত ফাইল গোপনীয় রাখুন বাবা/মা, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড, কলিগ, বন্ধু, বস সবার কাছ থেকে।
নিচের লিংক থেকে মিডিয়া সেফ ডাউনলোড করুন একদম ফ্রী----->
MEDIA SAFE
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬