আপনি আপনার মোবাইল এর ফাইল সিস্টেম সম্পর্কে কতটুকু জানেন?
সেই দিনগুলোর কথা কি মনে করতে পারেন যখন আপনি আপনার মোবাইল এর ফাইল সিস্টেম সম্পর্কে কিছুই জানতেন না? এরপর মোবাইল এর ফাইলগুলো নিয়ে কাজ করার জন্য আমরা পেলাম বিল্ট ইন ফাইল ম্যানেজার যা দিয়ে আসলে খুব বেশি কিছু করা যায় না।
কিন্তু এখন মানুষের কাছে চলে এসেছে বেশ কয়েকটি ফাইল ম্যানেজার এপলিকেশন যা মোবাইল ইউজারদের দিয়েছে তার মোবাইলকে বুঝার এবং ইউটিলাইজ করার লোভনীয় সুযোগ। এবং বাজারের এই ফাইল ম্যানেজারগুলোর মধ্যে সেরা হল লোনলি ক্যাট গেমস কোম্পানীর X-Plore। এই ফাইল ম্যানেজার দিয়ে আপনি আপনার ফোনের ফাইল/ফোল্ডারগুলো ট্রি ভিউতে দেখতে পারবেন। ফাইল ডিটেইলস দেখতে পারবেন, রিনেম ও ডিলিট করতে পারবেন, এমনকি ফাইল এর এট্রিবিউটও পাল্টাতে পারবেন। এছাড়াও আরো থাকছে ফাইল সেন্ড করার সুযোগ, অডিউ ও ভিডিউ প্লে করার সুযোগ। বিশেষ আকর্ষন হিসেবে থাকছে আপনার যিপ ও রার ফাইল এক্সট্রাক্ট করার ও প্যাক করার অপশন যা বিল্ট ইন ফাইল ম্যানেজার দিয়ে করার কথা কল্পনাও করা যায় না।
এতসব এ যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনাকে একটি প্রশ্ন, কখনো কি আপনার মোবাইল এর সিস্টেম ফাইল ও প্রাইভেট ফাইলগুলো দেখার সুযোগ পেয়েছেন? যদি উত্তর না হয় তাহলে আপনি এটা জেনে রাখুন যে একটু ট্রিকস খাটালে আপনি এক্স-প্লোর দিয়ে এই অসাধ্যটিও সাধন করতে পারবেন। কিভাবে এটি করতে হবে তা নিচের লিংক এর ডাউনলোড প্যাক এর ভিতরেই একটি টিউটরিয়াল এ সহজভাবে বুঝানো আছে।
নিচের লিংক হতে এক্স-প্লোর ডাউনলোড করুন।
Download X-Plore